Tuesday, 31 May 2016

মাননীয়া মমতা ব্যানার্জীর মন্ত্রী সভায় উদ্বাস্তুরা উপেক্ষিত

NIKHIL BHARAT BANGALI UDBASTU SAMANWAY SAMITEE President Dr.Subodh Biswas complains that Bengali Refuggees have no representation in Mamata`s news Cabinet,.

মাননীয়া মমতা ব্যানার্জীর মন্ত্রী সভায় উদ্বাস্তুরা উপেক্ষিত,.........
উদ্বাস্তু ভোটবাংক পশ্চিম বাংলার রাজনীতিতে নির্নায়ক ভূমিকা বহনকরে। যারা মূখ্যমন্ত্রী নির্বাচিত করছেন,তারা মন্ত্রীপরিষদের ধারের কাছেও নেই। 
মতুয়াদের দিদি মমতা,তাদের ও বৈমূখ করেছেন, বৈমূখ করেছেন নমশূদ্রদের। রাজবংশি ও পন্ড্রদের আশাজনক ভাগীদারি দেন নাই। আদিবাসীদের অবস্থা তথৈবচ। তাহলে মমতা দিদি কাদের নিয়ে মন্ত্রী পরিষদ গঠনকরলেন । পিছিয়ে পড়া মানুষের মন্ত্রীপরিষদে প্রতিনিধিত্ব নাথাকলে,তাদের সমশ্যা কিভাবে সমাধান হবে। যারা ২৪ ঘন্টা এ সির ঠান্ডা হাওয়ায় যারা থাকেন,ধনসম্পদের মাঝে জীবন কাটান,জীবনের অর্থই যাদেরকাছে উপভোগ,(ইনজয়) তারা গরীবমানুষের সমস্যার গভিরতা কিভাবে উপলব্দী করবেন।
সবমিলিয়ে অভিযাত্ব মন্ত্রীপরিষদ। মহত্বা গান্ধি ল্যাংটা সেজে ভারতের দলিতদের ভিক্ষারী করার ব্যাবস্থা করেগেছেন।জ্যোতিবাবু উদ্বাস্তু সেজে উদ্বাস্তুদের , কোমর ভেঙ্গে দিয়েগেছেন। দিদি তাতের শাড়ী আর হাওআই চপ্পল দেখিয়ে পিছিয়ে পড়া মানুষদের ,পিছনে ফেলার চিরস্থায়ী ব্যবস্থাকরে চলছেন।এটাই বাঙালি জাতির দূর্ভাগ্য।

No comments:

Post a Comment