Sunday 20 November 2016

যারা নাগরিকত্বের দাবী করেনি, তাদের অজুহাত দেখিয়ে উদ্বাস্তুদের নাগরিকত্ব না দেবার ষড়যন্ত্র। এক ঢিলে দুই পাখি। ।

যারা নাগরিকত্বের দাবী করেনি, তাদের অজুহাত দেখিয়ে উদ্বাস্তুদের নাগরিকত্ব না দেবার ষড়যন্ত্র। এক ঢিলে দুই পাখি। ।
সর্বহারার দল নামে পরিচিত সি পি এম দলের সংগে দিদির অহিনকূল সম্পর্ক। উদ্বাস্তুদের পক্ষে নাগরিকত্ব বিল সংসদে ঠেকাতে সব ভেদাভেদ ভুলে উভয় দল সংসদে বিরোধিতা করবেন। সংসদে বিল ঠেকাতে না পারলে দিদি কোর্টে চ্যালেঞ্জ দেবেন। কত উদ্বাস্তু দরদ। এর পরেও আমাদের চৈতন্য হয়না। এটাইতো পাওনা ছিল। আমরা রাজনীতিক দলের কৃতদাস। উদ্বাস্তুরা সংকটে , ওপারে দুইকোটি ভেন্টলেটরে ।
পুর্ববাঙলার ভিটেহারা জনগোষ্ঠীর প্রকৃত বন্ধু কে ? বি জে পি সরকারের ২০০৩ সালের ইতিহাস , অন্যকথাবলে। ঘরপোড়া গরু, সিঁন্দুরে মেঘ দেখলে ভয় হয়। দেশ ভাগ হোল, সব জনগোষ্ঠী তাদের পৈত্রিক ভিটের অধিকার বুঝেপেল। কিন্তু সাত দশক পরেও আমরা ঘুষপেটিয়া। আমরা সর্বহারা ঘরপোড়া মানুষ বাপ ঠাকুর দাদার ভিটের স্থায়ী ঠিকানা আজও খুঁজে পেলাম না। ওপারে থাকাযাবেনা, এ পারে আসাযাবেনা , দিদি দাদারা বলেদিক আমাদের ঠিকানাা কোথায় ? যার লড়াই তাকেই লড়তে হয়....

No comments:

Post a Comment