IT IS ALL ABOUT OUR LIFE AND STRUGGLE OF PARTITION VICTIM BENGALI REFUGEES RESETTLED in India
Tuesday, 4 October 2016
Sushanta Kar আমার অনুমান সম্রাট অশোক কিম্বা ঔরঙজেব একবার হলেও কেঁদেছিলেন যখন ভাইদের রক্তে হাত ধুয়েছিলেন! এমনি একটি লেখা পড়ে মনে হলো! অশোকের কিম্বা ঔরঙ্গজেবের উত্তরাধিকার বলে কিছু ছিল না কিন্তু! দ্বান্দ্বিকতাটি বোঝার জন্য 'দেশপ্রেমী 'নয় অন্তর্দৃষ্টি থাকা মানুষের মতো মানুষ দরকার! মানুষের হৃদয় থাকে হে, ঈশ্বর বিশ্বাসী নামের অপদার্থরা নামানুন, প্রকৃতির ক্ষমতা আর চাহিদা বোঝা মানুষেরা বুঝুন! এখনই আমি খোলসা করব না, কিন্তু সত্য এই যে ঔরঙজেবকে যারা নিষ্ঠুর বলে ভাবেন, এক রচনা পড়ে মনে হলো তাঁর সমালোচকদের হৃদয় বলে কিছু নেই! তাঁর কান্না কেউ শুনতেই পান না! কেউ কেউ শুনেছিলেন, তাঁরা তাঁকে এখনো পীর বলে সম্মান করে থাকেন! গালি পাড়বার আগে স্মরণে রাখবেন পীর প্রথা ভারতীয়, ঐশ্লামিক নয়!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment