Saturday, 10 September 2016

ছত্রিশগড়ে "২৪ ডিসেম্বর ২০১৫ " নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সম্ন্বয় সমিতির আন্দোলনকারীরা রায়পুর বিধান সভা ঘেরাও করেছিল। সেদিন ৫০ হাজারের উর্ধে উদ্বাস্তুদের দাবীকে, মাননীয় মুখ্যমন্ত্রী ডা রমন সিং সমর্থন করেছিলেন। রায়পুর বিধান সভা ও লোকসভায় প্রস্তাব উত্থাপন করে, সচীব স্তরের বৈঠক হয়। তিন মাসের মধ্যে উদ্বাস্তুদের মাতৃভাষা, জমির পাট্টা ও তপশীলী জাতী স্বীকৃতি প্রদানের প্রকৃ্য়াকে সম্পন্ন করা হবে। সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তার প্রতিবাদে গত 4 সেপ্টেম্বর ২০১৬ থেকে অনিশ্চিত কালিন ধর্না আন্দোলন "পাখানজোরে" চলছে। শত শত মানুষ আন্দোলনে অংশগ্রহন করছে। @ Subodh Biswas Ambika Ray Ambika Ray Binoy Biswas Nimai Sarkar Birat Bairagya

ছত্রিশগড়ে "২৪ ডিসেম্বর ২০১৫ " নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সম্ন্বয় সমিতির আন্দোলনকারীরা রায়পুর বিধান সভা ঘেরাও করেছিল। সেদিন ৫০ হাজারের উর্ধে উদ্বাস্তুদের দাবীকে, মাননীয় মুখ্যমন্ত্রী ডা রমন সিং সমর্থন করেছিলেন। রায়পুর বিধান সভা ও লোকসভায় প্রস্তাব উত্থাপন করে, সচীব স্তরের বৈঠক হয়। তিন মাসের মধ্যে উদ্বাস্তুদের মাতৃভাষা, জমির পাট্টা ও তপশীলী জাতী স্বীকৃতি প্রদানের প্রকৃ্য়াকে সম্পন্ন করা হবে। সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তার প্রতিবাদে গত 4 সেপ্টেম্বর ২০১৬ থেকে অনিশ্চিত কালিন ধর্না আন্দোলন "পাখানজোরে" চলছে। শত শত মানুষ আন্দোলনে অংশগ্রহন করছে। @ Subodh Biswas Ambika RayAmbika Ray Binoy Biswas Nimai Sarkar Birat Bairagya


No comments:

Post a Comment