ছত্রিশগড়ে "২৪ ডিসেম্বর ২০১৫ " নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সম্ন্বয় সমিতির আন্দোলনকারীরা রায়পুর বিধান সভা ঘেরাও করেছিল। সেদিন ৫০ হাজারের উর্ধে উদ্বাস্তুদের দাবীকে, মাননীয় মুখ্যমন্ত্রী ডা রমন সিং সমর্থন করেছিলেন। রায়পুর বিধান সভা ও লোকসভায় প্রস্তাব উত্থাপন করে, সচীব স্তরের বৈঠক হয়। তিন মাসের মধ্যে উদ্বাস্তুদের মাতৃভাষা, জমির পাট্টা ও তপশীলী জাতী স্বীকৃতি প্রদানের প্রকৃ্য়াকে সম্পন্ন করা হবে। সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তার প্রতিবাদে গত 4 সেপ্টেম্বর ২০১৬ থেকে অনিশ্চিত কালিন ধর্না আন্দোলন "পাখানজোরে" চলছে। শত শত মানুষ আন্দোলনে অংশগ্রহন করছে। @ Subodh Biswas Ambika RayAmbika Ray Binoy Biswas Nimai Sarkar Birat Bairagya
IT IS ALL ABOUT OUR LIFE AND STRUGGLE OF PARTITION VICTIM BENGALI REFUGEES RESETTLED in India
Saturday, 10 September 2016
ছত্রিশগড়ে "২৪ ডিসেম্বর ২০১৫ " নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সম্ন্বয় সমিতির আন্দোলনকারীরা রায়পুর বিধান সভা ঘেরাও করেছিল। সেদিন ৫০ হাজারের উর্ধে উদ্বাস্তুদের দাবীকে, মাননীয় মুখ্যমন্ত্রী ডা রমন সিং সমর্থন করেছিলেন। রায়পুর বিধান সভা ও লোকসভায় প্রস্তাব উত্থাপন করে, সচীব স্তরের বৈঠক হয়। তিন মাসের মধ্যে উদ্বাস্তুদের মাতৃভাষা, জমির পাট্টা ও তপশীলী জাতী স্বীকৃতি প্রদানের প্রকৃ্য়াকে সম্পন্ন করা হবে। সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তার প্রতিবাদে গত 4 সেপ্টেম্বর ২০১৬ থেকে অনিশ্চিত কালিন ধর্না আন্দোলন "পাখানজোরে" চলছে। শত শত মানুষ আন্দোলনে অংশগ্রহন করছে। @ Subodh Biswas Ambika Ray Ambika Ray Binoy Biswas Nimai Sarkar Birat Bairagya
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment