Monday, 12 September 2016

Ashit Biswas তোমাদের যার যে অবস্থানে থাকার কথা ছিল, আজ আছো ঠিক তার বিপরীতে। হে মোর দূর্ভাগা পৃথিবী, এরপরেও তুমি স্বপ্ন দেখাও? লজ্জা! লজ্জা! আর লজ্জা!


Ashit Biswas
September 12 at 2:04pm
 
শিশু তুমি ক্ষুধিত। মা তুমি অচ্ছুত। বাবা তুমি শুদ্র। বোন তুমি ধর্ষিতা। যুবক তুমি দিশেহারা। শিক্ষক তুমি মূর্খ। শিক্ষা তুমি বিক্রিত। লেখক তুমি বিকৃত। শাষক তুমি মিথ্যুক। আইন তুমি অন্ধ। বিচার তুমি প্রহসন। পুলিশ তুমি ঘুষখোর। মন্ত্রী তুমি চোর। নেতা তুমি ভক্ষক। সভা তুমি সংকীর্ন। পরিষদ তুমি পাশবিক। নিরাপরাধ তুমি দন্ডিত। অপরাধী তুমি মুক্ত। চোর তুমি সাধু। সাধু তুমি ভন্ড। গরীব তুমি অত্যাচারীত। বড়োলোক তুমি অমানুষ। দরিদ্র তুমি ভিক্ষুক। ধনী তুমি কৃপন। বিচারক তুমি পাপী। পাপী তুমি অনুতপ্ত। সমাজ তুমি অশ্লীল। জাতি তুমি সাম্প্রদায়িক। সভ্যতা তুমি অসভ্য। স্বাধীনতা তুমি অলীক। আশা তুমি নিঁখোজ। আকাঙ্খা তুমি নিরাশ। তোমাদের যার যে অবস্থানে থাকার কথা ছিল, আজ আছো ঠিক তার বিপরীতে। হে মোর দূর্ভাগা পৃথিবী, এরপরেও তুমি স্বপ্ন দেখাও? লজ্জা! লজ্জা! আর লজ্জা!

No comments:

Post a Comment