Sunday, 18 September 2016

শ্রী বসন্ত কুমার মণ্ডল রচিত “অ আ ক খয় অচ্ছুত কথা”

শ্রী বসন্ত কুমার মণ্ডল রচিত “অ আ ক খয় অচ্ছুত কথা” বইটি আমার হাতে আসে ছেলেবেলায় । সম্ভবত ১৯৯৪ সাল । আমি তখন ক্লাস সিক্সে পড়ি । সেই থেকে বইটি আমি যত্ন করে রেখে দিয়েছি । বইটি আমার খুবই ভালো লেগেছিল । প্রকাশক “বাংলা দলিত সাহিত্য সংস্থা” । কবি বসন্ত কুমার মণ্ডলকে এই বইটি লেখার জন্য ধন্যবাদ জানাই । আমি এই বইটি থেকে অনেক কিছু শিখেছি । চলুন আজ থেকে আমরা সকলে মিলে কবি বসন্ত কুমার মণ্ডল রচিত “অ আ ক খয় অচ্ছুত কথা” –র মাধ্যমে বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ শিখি । বলো “অ” -

No comments:

Post a Comment