আজ শিক্ষক দিবস গেল । আমি তো কোন ইস্কুলে পড়িনি আমি পড়েছি জেল খানায় । মাটিতে কাঠির আঁচড়ে শিখেছি বাংলা বর্নমালা । আমার শিক্ষক ছিলেন এক জেল বন্দি । যিনি আমাকে দিয়েছেন জীবনের সব থেকে বড় শিক্ষা । যিনি জেলখানার জানালা দিয়ে ন্যাশনাল লাইব্রেরির কার্নিসের একটা বটের চারা দেখিয়ে বলে ছিলেন- ওখানে কোন রস নেই তবু চারাটা বেচে আছে কি করে? বেচে আছে কারন ও বাঁচতে চায় । যে বাঁচতে চায় কেউ তাকে মারতে পারেনা ।
আজ সেই মহান শিক্ষককে আমার প্রনাম ।
আজ সেই মহান শিক্ষককে আমার প্রনাম ।
No comments:
Post a Comment