Vote For Kapil Krishna Thakur
৩০/৮ মধ্যরাতে অকস্মাৎ চলে গেলেন কমরেড ধীরেন পাল।হাস্যময়, সদালাপী; মধুর ব্যবহারে মানুষের মনের মাধুরী খুঁজে নিতে জানতেন নিমেষেই। উদ্যম ছিল তাঁর ক্লান্তিহীন। নির্বাচনী যুদ্ধের কঠিন দিনগুলিতে ছিলেন আমার সর্বক্ষণের সঙ্গী। অভিভাবকের মতো আগলে রাখতেন। গাইঘাটার প্রতিটি পল্লী ছিল তাঁর নখদর্পণে। তাঁরই চোখ দিয়ে চিনেছি গ্রাম,নদী,খাল; অজানা ইতিহাস।পরিচয় করিয়ে দিয়েছেন কত যে আশ্চর্য মানুষের সাথে।নিজেও তো ছিলেন হরিলীলামৃত খ্যাত হরি পালের উত্তরসূরী।
৬৮বছর বয়সেও দিনে অন্তত সাত ঘন্টা আমার সাথে পায়ে পা মিলিয়ে হেঁটেছেন চল্লিশ দিন। আরো অনেক জায়গায় একসাথে আমাদের যাবার কথা ছিল…। চারপাশে ভালো মানুষের এত আকাল, তবু কিনা আপনাকেই যেতে হলো! …একটা বাড়িয়ে দেওয়া হাত, একটা মন ভালো করা হাসি, একটা প্রত্যয়ী কন্ঠ---আমার স্মৃতিতে আপনি চির ভাস্বর। ছেড়ে যাওয়া অত সহজ নয় ধীরেনদা!
৩০/৮ মধ্যরাতে অকস্মাৎ চলে গেলেন কমরেড ধীরেন পাল।হাস্যময়, সদালাপী; মধুর ব্যবহারে মানুষের মনের মাধুরী খুঁজে নিতে জানতেন নিমেষেই। উদ্যম ছিল তাঁর ক্লান্তিহীন। নির্বাচনী যুদ্ধের কঠিন দিনগুলিতে ছিলেন আমার সর্বক্ষণের সঙ্গী। অভিভাবকের মতো আগলে রাখতেন। গাইঘাটার প্রতিটি পল্লী ছিল তাঁর নখদর্পণে। তাঁরই চোখ দিয়ে চিনেছি গ্রাম,নদী,খাল; অজানা ইতিহাস।পরিচয় করিয়ে দিয়েছেন কত যে আশ্চর্য মানুষের সাথে।নিজেও তো ছিলেন হরিলীলামৃত খ্যাত হরি পালের উত্তরসূরী।
৬৮বছর বয়সেও দিনে অন্তত সাত ঘন্টা আমার সাথে পায়ে পা মিলিয়ে হেঁটেছেন চল্লিশ দিন। আরো অনেক জায়গায় একসাথে আমাদের যাবার কথা ছিল…। চারপাশে ভালো মানুষের এত আকাল, তবু কিনা আপনাকেই যেতে হলো! …একটা বাড়িয়ে দেওয়া হাত, একটা মন ভালো করা হাসি, একটা প্রত্যয়ী কন্ঠ---আমার স্মৃতিতে আপনি চির ভাস্বর। ছেড়ে যাওয়া অত সহজ নয় ধীরেনদা!
No comments:
Post a Comment