Tuesday, 14 June 2016

শ্রী শ্রী গুরুচাঁদ চরিত ******************* পৃষ্ঠা নং :- ৯৮ লগ্নী কারবার

Arindam Roy shares:
শ্রী শ্রী গুরুচাঁদ চরিত
*******************
পৃষ্ঠা নং :- ৯৮
লগ্নী কারবার
"অর্থে জান ' মহাশক্তি লক্ষ্মীর বাহন।
যথা লক্ষ্মী তাঁর সাথে আছে নারায়ণ "।।
অবিরত গুরুচাঁদ এই বাণী কয়।
জনে জনে সর্ব্বক্ষণে এ নীতি শিখায়।।
অর্থ লাভে কোন কালে অলস না হবে।
পেলে ধন হীন স্থানে কুড়ায়ে তা লবে।।
পরম পবিত্র অর্থ লক্ষ্মীর আশ্রয়।
সৎ পথে সেই ধন লইবে সদায়।।
যথা তথা হতে ধন আন নিজ ঘরে।
সাধু - শ্রমে আন তারে বিবিধ প্রকারে।।
এমন কি ধন যদি হীন স্থানে পাও।
সাধু ভাবে এনে তাহা সংসার চালাও।।
এই ধন চুরি করি কভু না আনিবে।
চোরা ধন এলে ঘরে লক্ষ্মী দূরে যাবে।।
লক্ষ্মী - ছাড়া ধন হয় মৃত্যুর কারণ।
সেই ধন আন যাহা লক্ষ্মীর বাহন।।
সাধু ধন ভর করে লক্ষ্মী আসে ঘরে।
সৎভাবে যদি তারে উপার্জ্জন করে।।
অশুচি না হয় ধন পাত্রাপাত্র ভেদে।
পবিত্রতা নষ্ট তার শুধু অপরাধে।।
সৎ ভাবে যদি তারে তুমি তুলে লও।
অর্থের সহিত ঘরে লক্ষ্মী মাতা পাও।।
বাণিজ্য সাধুর কর্ম্ম মহাজনে কয়।
মহাজন হলে তার মহামন হয়।।
মহাজন সাজি করে দুষ্ট ব্যবসায়।
ইহকাল পরকাল সব নষ্ট হয়।।
"ব্যবসায়ে লক্ষ্মী লাভ সত্য বটে কথা।
তার মধ্যে রাখা চাই শুদ্ধ পবিত্রতা।।
দীনে যদি চাহ ' ধন কর ব্যবসায়।
ধন পাবে সৎ পথে থাকিলে নিশ্চয়।।
ব্যবসায় কা'রে বলে শুনহে সকলে।
শুধু দ্রব্য কেনা -বেচা নহে কোন কালে।।
টাকা কড়ি লেন্ দেন্ যে যে ভাবে হয়।
বিনিময় হলে অর্থ ব্যবসায় কয়।।
লগ্নী কারবার তা'তে হয় ব্যবসায়।
লগ্নী কারবারে প্রভু অর্থকে খাটায়।।
ব্যবসায়ী লোক কত আসে প্রভুুর ঠাঁই।
বলে "প্রভু কারবার লাগি অর্থ চাই।।
আপনার টাকা প্রতি সুদ কিছু দিব।
কারবার করি নিজে লাভবান হব।।
ঘরে ঘরে সবে যাহে ব্যবসায়ী হয়।
বাণিজ্য করিতে প্রভু তাই অর্থ দেয়।।
প্রভুর আদর্শ ধরি তাই দেশবাসী।
ব্যবসা করিয়া অর্থ পেল সবে বেশী।।
দীন হীন কতজনে অর্থের অভাবে।
করিত না কৃষি কর্ম্ম "পারিব না "ভেবে।।
সে সবে ডাকিয়া প্রভু কহে কৃপা করি।
"অর্থ নিয়ে কৃষি কর অলসতা ছাড়ি।।
_______________________________
চলমান..........
পরের পৃষ্ঠা পড়ার আমন্ত্রণ সকলকে
জয় গুরুচাঁদ।।

No comments:

Post a Comment