Wednesday, 22 June 2016

Tarak Biswas ভারতে মাত্র ৫৬৩ টি ইউনিভার্সিটি রয়েছে ১২০ কোটি মানুষের জন্য, যেখানে বাংলাদেশে প্রায় ৮৭ টা ইউনিভার্সিটি রয়েছে ১৫ কোটি মানুষের জন্য। প্রত্যেক বছর ভারতে ৩০ লক্ষ লোক গ্রাজুয়েট হয় জার মধ্যে মাত্র ১৫% লোক কোন blue-chip company তে কাজ করার যোগ্যতা রাখে।

Tarak Biswas 
ভারত সম্পর্কে আমাদের অনেকের যা ধারনা টিভি, মিডিয়া,হিন্দি ফিল্ম, নাটক ইত্যাদির মাধ্যমে, আসলে তার বাস্তবতা পুরোটাই উল্টো। ভারতের বাস্তবতা নিয়ে আজকের বিষয় ;
শিক্ষা ব্যবস্থা-
পৃথিবীর মোট নিরক্ষর লোকের ৩৫% ভারতে বসবাস করে[UNESCO Education for All Report 2008]
ভারতে শিক্ষিতের হার হল ৬৬% (৭৬% ছেলে এবং ৫৪% মেয়ে)
প্রায় ৪ কোটি প্রাইমারী স্কুলে পড়ন্ত বয়সের শিশুরা স্কুলে জেতে পারেনা।
৯২% শিশুরা সেকেন্ডারি স্কুলে টিকে থাকতে পারেনা।
রিপোর্ট অনুসারে ৩৫% স্কুলে ব্ল্যাক বোর্ড ও প্রয়োজনীয় আসবাবপত্র নেই,
প্রায় ৯০% স্কুলে কোন টয়লেট নেই এবং প্রায় ৫০% স্কুলের ছাদ থেকে বৃষ্টির জল পড়ে, অথবা কোন জলের ব্যবস্থা নেই।
জাপানে ৪,০০০ টি ইউনিভার্সিটি রয়েছে ১২,৭০,০০,০০০ ( বারো কোটি সত্তর লক্ষ ) মানুষের জন্য,
আমেরিকায় ৩,৬৫০ টি ইউনিভার্সিটি রয়েছে ৩০,১০,০০,০০০ ( ত্রিশ কোটি দশ লক্ষ ) মানুষের জন্য আর
ভারতে মাত্র ৫৬৩ টি ইউনিভার্সিটি রয়েছে ১২০ কোটি মানুষের জন্য,
যেখানে বাংলাদেশে প্রায় ৮৭ টা ইউনিভার্সিটি রয়েছে ১৫ কোটি মানুষের জন্য।
প্রত্যেক বছর ভারতে ৩০ লক্ষ লোক গ্রাজুয়েট হয় জার মধ্যে মাত্র ১৫% লোক কোন blue-chip company তে কাজ করার যোগ্যতা রাখে।
এই দিয়ে ভারত জগৎ সভায় শ্রেষ্ট আসন লবে !!!!!
জানো আর জাগো,
শিক্ষিত হও, সচেতন হও, সংগঠিত হও, মনুবাদ দূর করে রাজ ক্ষমতা দখল করো,

No comments:

Post a Comment