Monday, 13 June 2016

Saradindu Uddipan একটি তিক্ত প্রতিক্রিয়াঃ আমরা কি অস্তিত্বহীনতায় ভুগছি? নিজেদের প্রতি কি একটুও ভরসা নেই? সহস্র সংগঠন, অজস্র রাজনৈতিক দল গঠন করে আখেরে কলা মুলো কিছু না পেয়ে কি আমরা চরম হতাশ? তাই কি ভাত ছড়ানোর কথা শুনলেই কাকের মত ছুটে যাচ্ছি খুটে খেতে? নিজেদের ক্যাকাফোনিতেই বিষিয়ে তুলছি নিজেদের কান? আমরা কি নিজের ঢাক নিজে পেটাতে, নিজের কন্ঠ নিজে শুনতে এতোই ভালবাসি? আমার কিন্তু সেটাই মনে হচ্ছে ইদানিং। মনে হচ্ছে অধৈর্য পীড়িত একদল পিপিলিকা কত তাড়াতাড়ি আত্তঘাতি হওয়া যায় তার প্রতিযোগিতা শুরু করেছি আমরা। আমি দুঃখিত সবার মত দন্ত বিস্তারিত করে কৃতার্থের হাসি হাসতে পারলাম না আর আপনাদের এই দুর্দান্ত অপঘাতকে সাধুবাদ জানাতে পারলাম না।


Saradindu Uddipan

একটি তিক্ত প্রতিক্রিয়াঃ 
আমরা কি অস্তিত্বহীনতায় ভুগছি? নিজেদের প্রতি কি একটুও ভরসা নেই? সহস্র সংগঠন, অজস্র রাজনৈতিক দল গঠন করে আখেরে কলা মুলো কিছু না পেয়ে কি আমরা চরম হতাশ? তাই কি ভাত ছড়ানোর কথা শুনলেই কাকের মত ছুটে যাচ্ছি খুটে খেতে? নিজেদের ক্যাকাফোনিতেই বিষিয়ে তুলছি নিজেদের কান? আমরা কি নিজের ঢাক নিজে পেটাতে, নিজের কন্ঠ নিজে শুনতে এতোই ভালবাসি?

আমার কিন্তু সেটাই মনে হচ্ছে ইদানিং। মনে হচ্ছে অধৈর্য পীড়িত একদল পিপিলিকা কত তাড়াতাড়ি আত্তঘাতি হওয়া যায় তার প্রতিযোগিতা শুরু করেছি আমরা।

আমি দুঃখিত সবার মত দন্ত বিস্তারিত করে কৃতার্থের হাসি হাসতে পারলাম না আর আপনাদের এই দুর্দান্ত অপঘাতকে সাধুবাদ জানাতে পারলাম না।


No comments:

Post a Comment