Tuesday, 14 June 2016

দরকার ব্যক্তি স্বার্থের উপর সংঘশক্তির পুনর্বিন্যাস। জাতীর স্বার্থে, আগামী ভবিষ্যতের স্বার্থে আমরা নিশ্চয়ই এইটুকু করতে পারি। আসুন, জাতিকে একটি ভয়ংকর পরিণতির হাত থেকে রক্ষা করতে সবাই ঝাঁপিয়ে পড়ি। সাধু সাবধান...............।। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।।

Saradindu Uddipan 

সাধু সাবধান ঃ
একটি তুচ্ছ দ্বন্দ্ব নিরসনের জন্য যে সহনশীলতা, মেধা, ত্যাগ, তিতিক্ষা মতুয়াদের থাকা দরকার তা একেবারে নিঃশেষিত হয়ে গেছে বলে আমরা মনে করিনা। আমরা মনে করিনা যে ঠাকুর বাড়ির অভ্যন্তরে যে পারস্পরিক অসহিষ্ণুতা, সন্দেহ, ঘৃণা, লোভ আর ব্যক্তি স্বার্থ জটিল থেকে জটিলতর আকার ধারণ করেছে বৃহত্তর জাতীর স্বার্থে তা নিরসন করা যাবে না। আমরা মনে করিনা যে মহান মতুয়া শক্তি আত্তঘাতি মোহমুদ্গরে আচ্ছন্ন হয়ে ভ্রাতৃঘাতি সংঘাতের জন্য মারণাস্ত্র শানিত করছে।
বরং আমরা মনে করি মতুয়া এক মহাশক্তির আধার। প্রজ্ঞা ও পারমিতার সমাহার। ত্যাগের অনন্য প্রতীক।
যে স্খলন, পতন, ত্রুটি, বিচ্যুতি হয়েছে তা সমাধানের রাস্তা মতুয়াদের আছে। নিঃশেষ হয়ে যায়নি ভ্রাতৃত্ব বোধ ও সাম্য চেতনা।
এখন দরকার স্থিরতা। আত্ত মূল্যায়ন, আত্ত বিশ্লেষণ, আত্ত সমালোচনা এবং সাম্যক সিদ্ধান্ত।
দরকার ব্যক্তি স্বার্থের উপর সংঘশক্তির পুনর্বিন্যাস।
জাতীর স্বার্থে, আগামী ভবিষ্যতের স্বার্থে আমরা নিশ্চয়ই এইটুকু করতে পারি।
আসুন, জাতিকে একটি ভয়ংকর পরিণতির হাত থেকে রক্ষা করতে সবাই ঝাঁপিয়ে পড়ি।
সাধু সাবধান...............।।
জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।।

No comments:

Post a Comment