Tuesday, 14 June 2016

★★★জয় হরিচাঁদ★★★ (শ্রীশ্রী গুরুচাঁদের দশম আজ্ঞা)

★★★জয় হরিচাঁদ★★★
(শ্রীশ্রী গুরুচাঁদের দশম আজ্ঞা)
১।খাও বা না খাও তোমার ছেলেমেয়েদের লেখাপড়া শেখাও।
২।সুসভ্য আচরন শেখ।
৩।দেহ ও মনে শুচি থাকবে।
৪।মতুয়া হলে তার সঙ্গে কোনো জাতিভেদ করবে না।
৫।গার্হস্থ্য ধর্ম কায়-মনে পালন করবে।
৬।কৃষিকর্ম ত্যাগ করবে না।
৭।ব্যাবসা বানিজ্যের প্রতি বিশেষ দৃস্টি রাখবে।
৮।সুসাস্থ্যের অধিকারী হবে।
৯।নারী ও পুরুষ সমান ভাবে শিক্ষা লাভ করবে।
১০।শিল্পকর্মে বিশেষ আগ্রহী থাকবে।
*************************************
হরিবল হরিবল হরিবল হরিবল হরিবল

No comments:

Post a Comment