Tuesday, 14 June 2016

দক্ষিন ২৪ পরগনা জেলার বেতবেডীযা রামকৃষ্ণ পল্লীতে অল ইন্ডিয়া নমশূদ্র বিকাশ পরিষদের সাধারণ সভা


গতকাল বিকেলে দক্ষিন ২৪ পরগনা জেলার বেতবেডীযা রামকৃষ্ণ পল্লীতে অল ইন্ডিয়া নমশূদ্র বিকাশ পরিষদের সাধারণ সভা হল
উক্ত সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া নমশূদ্র বিকাশ পরিষদের কার্যকারী সভাপতি Mukul Chandra Bairagya তার পরে সন্ধ্যা সাতটা থেকে পিয়ালী গ্রামে বিকাশ পরিষদের সভায় উপস্থিত এলাকার সাধারণ মানুষের আগ্রহ ছিল স্বতঃস্ফুর্ত। গুরুত্বপুর্ন আলোচনা করেছিলেন কন্দ্রিয় কমিটির সহসভাপতি Uttam Sarkar মোবাইলের ব্যাটারি ডাউনের কারনে আরও ভাল ছবি তোলা যায়নি।

No comments:

Post a Comment