Protest against minority persecution in Bangladesh.Assam boils!
সম্প্ৰতি বাংলাদেশেরর হিন্দু নিৰ্যাতন বিরুদ্ধে ভারতবর্ষে প্ৰথম প্ৰতিবাদ । স্থান - রামকৃষ্ণনগর, জিলা - করিমগঞ্জ অসম প্ৰায় হাজারের উপর হিন্দু নাগরিকে এই প্ৰতিবাদ যোগদান করেন এবং মহিলা তথা নব প্ৰজন্ম উপস্থিতি ছিল দেখার মতই। স্থানীয় নেতারা এক বৰ্ধিত সভার আয়োজন করা হয় । সভায় বাংলাদেশর সাম্প্ৰতিক হিন্দু নিপীরণ বন্ধ করতে সেই দেশের সরকার সংখ্যালঘু হিন্দু নাগরিকদের সুরক্ষা দিতে ব্যৰ্থ শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনা করে বিভিন্ন বক্তা ।
সভায় ভারতের রাষ্ট্ৰপতি শ্ৰীমান প্ৰণব মুখাৰ্জী এবং মাননীয় প্ৰধানমন্ত্ৰী শ্ৰীমান নরেন্দ্ৰ মোদীকে হিন্দু নিৰ্যাতন বন্ধ কারতে বাংলাদেশে প্ৰত্যক্ষ হস্তক্ষেপ প্ৰাৰ্থনা জনিয়ে দুটি স্মারকলিপি প্ৰেরণ করা হয় ।
No comments:
Post a Comment