Friday, 10 June 2016

নীতীশ বিশ্বাস ।।লক্ষ কোটি কণ্ঠে চাই ভাষা গ্ণতন্ত্র । চাই মাতৃ ভাষার মুক্তি ।


নীতীশ বিশ্বাস ।।


মাতৃভাষা বিশেষ করে বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে আশাকরি আপনি চিন্তা ভাবনা করেন, তা হলে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে নানা দিক থেকে কী ভাবে সপ্তরথীর আক্রমণে দিনে দিনে তার আশার আকাশ আষাঢ় অন্ধকারে কালো হোয়ে আসছে। এটা কোন কাব্য কথা নয় , ন্যায্য কথা । কঠিন সত্য কথা । মৃত্যুর মতো নিষ্ঠুর সত্য।
এই প্রেক্ষাপটে আমাদের কিছু করনীয় আছে বলে মনে হল, তাই নানা রাজ্যের কিছু বন্ধু একত্রিত হয়ে গড়লাম সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চ । আন্দোলনের স্বপ্ন বুকে ধরে ।
কিন্তু আমরা খুবই ক্ষুদ্র , হয়তো কৈশোর আবেগের অপরিপক্কতা মাখা অজ্ঞতায় ঢাকা। তাই শক্ত এক প্রতিস্রোতের বিরুদধে লড়াইয়ে নেমেছি আমরা ।ভয়ানক অসম সে যুদ্ধ । সে ক্ষেত্রে আশংকার নিশির- ডাক যেন শুনতে পাচ্ছি আমরা ।
আসুন মা আর মাতৃভাষার জন্য কিছু করি। ভারত মানে একজন লোকের মনকি বাত মাত্র নয় । তা নানা ভাষায় নানা ছন্দে উচ্চারিত হয়। সেটাই ভারত মাতার কোটি কণ্ঠের প্রতীকী ব্যঞ্জনা।এটাই বিরাটত্ব আর সহিষ্ণুতার মহতব। তাই লক্ষ কোটি কণ্ঠে চাই ভাষা গ্ণতন্ত্র । চাই মাতৃ ভাষার মুক্তি ।





No comments:

Post a Comment