Friday, 10 June 2016

আমরা সবাই মৃত্যুর অপেক্ষায় মৃত্যু যন্ত্রণায়। আপনি?

আমরা সবাই মৃত্যুর অপেক্ষায় মৃত্যু যন্ত্রণায়। আপনি?
------------------------------------------------------------------

Dayamay Biswas Dipu
বাংলাদেশের জংগিপানা ম্যারাথন দৌড়ের মত ধীর গতিতে কিন্তু বাধাহীন ভাবে চলছে।
ঢাকাস্থ রমনা কালি বাড়ির পুরোহিত কর্মচারীরা কেউ মন্দিরের বাইরে যায় না,
আমরা অনেকেই প্রতিদিন যাই তাদের সাহস জোগানোর জন্য কিন্তু আমিও যে ভয় পাই না তা নয় তবুও রমনা কালি মন্দিরের সাধারন সম্পাদক হিসাবে মৃত্যুর প্রতীক্ষায় থাকা মানুষ গুলোর সাথে সংগ দেওয়ার চেষ্টা করি। 
যেখানে আগে মিটিং বা প্রয়োজন ছাড়া যেতাম না।
আমি নিজেও লেখালেখির কারনে মৃত্যু হুমকি স্বত্বেও নৈতিকতার কারনে প্রতিদিন যাই ।
পুরোহিতদের বক্তব্য মারলে মেরে চলে যাক। প্রতিদিন মারতে আসছে এই মৃত্যু যন্ত্রণা আর সহ্য হচ্ছে না।
সারা বাংলাদেশের হিন্দু বা সংখ্যালঘুরা এখন প্রতিদিন প্রতিক্ষনে মৃত্যু যন্ত্রনা ভোগ করছে।
ক্ষমতাসীনরা পুলিশ বা বিভিন্নভাবে সুরক্ষিত কিন্তু সাধারন মানুষ তারা সবাই মৃত্যুর প্রতীক্ষায় মৃত্যু যন্ত্রণা সয়ে মৃত্যুর অপেক্ষায় আছে।


No comments:

Post a Comment