Thursday 23 June 2016

Bengali refugees in Karnataka would get citizenship.কর্নাটকের ৬৬৪ উদ্বাস্তু পরিবার পুনর্বাসন ও নাগরিকত্ব পাবার পথে .... ............................................................................

Nagpur.NIKHIL BHARAT BANGALI UDBASTU SAMANWAY SAMITEE President Dr.Subodh Biswas said that the goverment of India assured Bengali partition victims resettled in Karnatak would get citizenship for whiah they have been demanding for long.


Dr.Subodh Biswas said that these refugees met then Home minister of India,Shivraj Patil and submitted their application.


Since then they were spearheading a sustained mass movement to press their demand and the governent of India assured that Bengali refugees in Karnataka would get citizenship.
Dr Biswas issued a writen statement in Bangali as follows:


....কর্নাটকের ৬৬৪ উদ্বাস্তু পরিবার  পুনর্বাসন ও নাগরিকত্ব পাবার পথে ....
............................................................................

কর্নাটকের ছিন্ধানুরে পাঁচটি উদ্বাস্তু  পুনর্বসতি উদ্বাস্তু বাঙালি গ্রাম।২৫ হাজার ছিন্নমূল বাঙালিরা কয়েক দশক ধরে বসবাস করছেন। পাঁচটি গ্রামে ৬৬৪ পরিবারের  নিকট কোন রকম ভারতীয় প্রমানপএ ছিলনা।  ২০০৭ সালে সুনিল মিস্ত্রীর নেতৃত্বে কেন্দ্রিয় গৃহমন্ত্রী শ্রী শিবরাজ পাটিলকে নাগরিকত্বের দাবিচেয়ে স্মারকলিপি দেন।
তারপর ২০১১ সালে কর্নাটকে নিখিল ভারত সমিতির রাজ্যশাখা কমিটি গঠিত হয়। ঘুষপেটিয়া অভিযোগে ৬৬৪ পরিবারের উপর বারবার প্রশাসন হয়রানি হতে থাকে। প্রতিবার নিখিল ভারত সমিতির পতাকাতলে  তার মোকাবিলা করে উদ্বাস্তুদের সুরক্ষা দিতে সফল হয়েছে। এবং ক্রমাগত  আন্দোলন চালিয়েগেছেন। 
আনন্দের সংবাদ,  সম্প্রতি  ৬৬৪ পরিবারকে ভারতীয় নাগরিকত্ব সহ পুনর্বাসন  প্রদানের  উদ্যোগ সরকার নিয়েছে।আশাকরাযায় হতভাগ্য কয়েক হাজার ছিন্নমূল উদ্বাস্তুরা নতুন ভাবে ভারতে সুখে শান্তিতে জীবন যাপন করার সমস্ত অধিকার পাবেন।
প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই।এবং কর্নাটক কমিটির  পদাধিকারী ও সমিতিক সকল সদস্যদের সংগ্রামী ভিনন্দন জানাই। বিশেষ করে সুনিল মিস্ত্রি, প্রশেন রপতান,জগদীশ বাওয়ালী,কৃষ্ণধন বিশ্বাস ,স্বপন বিশ্বাস এর অবদান অতুলনীয়

Palash Biswas

No comments:

Post a Comment