Sunday 26 June 2016

Kapil Krishna Thakur সমাজবদলের পথেও বাধা অনেক, মানুষের চিন্তার স্তরও বিচিত্র।-


Kapil Krishna Thakur
সমাজবদলের পথেও বাধা অনেক, মানুষের চিন্তার স্তরও বিচিত্র।-- * হরিগুরুচাঁদ ঠাকুরের প্রসঙ্গে কেন আম্বেদকর টেনে আনা হয়,তুমুল ক্ষোভ অনেকের। * অনেকে ক্ষুব্ধ--শুধু আম্বেদকরে মগ্ন না থেকে আমরা কোন বুদ্ধিতে মতুয়াদের পাশে দাঁড়াই? পুরুততন্ত্র বর্জনের প্রশ্নে মতুয়ারা আবার দ্বিধা বিভক্ত--এক পক্ষের রোষ তো মাথা পেতে নিতেই হয়। * মার্কস ও আম্বেদকর দুজনেই তার প্রেরণা--এ কথা বলে উভয় পক্ষের সমালোচনার শিকার হয়েছেন বক্তা,বহুবার দেখেছি। * উদ্বাস্ত সম্মেলনে গিয়ে শুনতে হয়েছে--আম্বেদকরকে গণপরিষদে পাঠিয়েছিলাম আমরাই।দেশভাগে উদ্বাস্ত হবার পর আমাদের জন্য তিনি কিছুই করেন নি।মঞ্চে ওঁর ছবি রাখবেন না। * হরিগুরুচাঁদ প্রসঙ্গে রবীন্দ্রনাথের উল্লেখ করায় আম্বেদকর ভক্তদের একাংশ ক্ষুব্ধ--দলিতদের জন্য কী করেছেন রবীন্দ্রনাথ?ওঁকে গুরুত্ব দিয়ে আপনারা দলিত সমাজের ক্ষতি করছেন।---চরমপন্থার গর্জন মাঝেমাঝেই শুনতে পাই।তবু কী করে বিশ্বাস করি, সমন্বয় নয়, যে যার চরম পন্থাতেই সমাজের মঙ্গল সাধন করবেন ?

No comments:

Post a Comment