Monday 13 June 2016

কৃষকদেরকে মাথায় তুলে রাখতে হবে,,কোথায় তুলে রাখা হচ্ছে তা এখন দেশের মানুষ বুঝছে,, মিছা মিছা কথা কইয়া মন কারিবার ওস্তাদ ওনি,,

Anwar Hossain
আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে কি কৃষকদেরকে মাথায় তুলে রাখতে হবে,,কোথায় তুলে রাখা হচ্ছে তা এখন দেশের মানুষ বুঝছে,,
মিছা মিছা কথা কইয়া মন কারিবার ওস্তাদ ওনি,,
জনগনের টেক্সের টাকায় খেয়ে আঙুন পুলে কলা গাছ হচ্ছে আমাদের দেশের মন্ত্রী এম পি রা,,তারা শুধু তাদেরই সারর্থ্য হাসিল করছে,,জনগনের কোন নিরাপত্তা তারা দিচ্ছে না,,আর বিলাশবহু ভাবে তারা জীবন যাপন করছে,,জনগণ কি খেয়ে আছে না কি মরে আছে তা তাদের মাথা ব্যাথা নেই আজ,,তাদের ছেলে মেয়েরা ভালো ভালো স্কুল কলেজে পড়াশোনা করছে ভালো ভালো খাবার খাচ্ছে,,ভালো ভালো পোষাক পড়ছে,,আর কৃষকের ছেলে মেয়েরা আজ সামান্যতম সরকারী স্কুলে পড়তে পারছে না,,ভালো করে দু বেলে ভাত খেতে পাচ্ছে না,,ভালো কোন পোষাক পড়তে পারছে না তারা,,
আর কৃষক যে কষ্টো করে তিন মাস সে রোদে বৃষ্টিতে ভিজে,,পায়ের ঘাম মাতায় পেলে যে ফসল ফলায়
সেই ফসলের ন্যায মূল্যো তারা পাচ্ছে না,,
আর আমাদের মন্ত্রী এম পি রা বড় বড় গলায় বলে যে তারা ২০২০ সালের মধ্য বাংলাদেশকে মধ্য আয়ের দেশের পরির্নত করবে,,
এখন প্রশ্ন জাগে যে দেশের কৃষক এখনো ভালে করে সে তার ফসলের দাম পায় না???
সে দেশের মানুষ কি করে মধ্য আয়ের দেশের পরির্নত হবে???
কিছু দিন আগে কৃষকরা রাস্তায় ধান ফেলে প্রতিবাদ করে,,
তাদের ন্যার্য মূল্যো দেওয়া জন্য,,
আর দেশের বড় দৈনিক গুলোতে এ রিপোর্ট আসে,,এখন প্রশ্ন হলো যে
আমাদের প্রধানমন্ত্রী কাছে কি এ খবর জাইনা???
তিনি বড় বড় গলায় বলে যে আমাদের দেশের কৃষকে মাথায় তুলে রাখা উচিত,,আর আমাদের দেশের কৃষক যে না খেয়ে মরছে
তিনি কি এ খবর পাই না???
তিনি গদিতে বসে বসে শ্রমিল কৃষকও মেহনীতি জনতার টাকা চুরি করছে আর টাকার পাহাড় বানাচ্ছে,,,
এছাড়া তিনি আর কিছুই করছে না,
এটাই যে সত্যি একথা অশিখার করাল কিছু নেই!!!
সরকার বোরো ধান প্রতি কেজি ক্রয় মূল্য নির্ধারণ করেছে ২২ টাকা। অর্থাৎ প্রতি মণ ধানের ন্যায্য মূল্য ৮৮০ টাকা। এ ধান উৎপাদন করতে একজন দিনমজুরের পারিশ্রমিক পাঁচশ টাকা, হাল, সেচ, কীটনাশক, সার প্রয়োগ, ধান কাটা ও মাড়াই সহ অন্যান্য খরচ দিতে হয়েছে।
M.BANGLANEWS24.COM

No comments:

Post a Comment