Wednesday, 3 August 2016

পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গই থাকুক।

   
Krishna Das
August 3 at 6:04pm
 
পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গই থাকুক।
সারা ভারতের প্রেক্ষিতে কারো নাম বক্তার লিস্টে সবার আগে থাকল না পরে থাকল সেটা মূল কথা নয়, মূল কথা হল বক্তার কোয়ালিটি। মৌলিক কোয়ালিটি থাকলে শ্রোতারা অপেক্ষা করবেই।
কাউকে না কাউকে তো পরে বা শেষে বলতেই হবে।শেষ বক্তা মানেই ফেলনা নয়।
পশ্চিমবঙ্গ নামের পরিবর্তে যে নামগুলি আলোচিত হচ্ছে তা মূলতঃ ‘বাংলা’, ‘বঙ্গ’ এবং ‘পশ্চিমবঙ্গ’(In lieu of west Bengal)। তাছাড়া ‘বঙ্গদেশ’ বা ‘বঙ্গভূমি’ আরো কিছু কিছু আলোচনার পথে অপেক্ষা করে আছে।
আজকের দিনের পশ্চিমবঙ্গ নামটির ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব আছে। প্রাচীনকালের ঐতিহ্যপূর্ণ এই ‘পশ্চিমবঙ্গ’ ঐতিহাসিক কারণে কখনও ‘বাংলা’ বা ‘বঙ্গদেশ’ হতে পারে না। কারণ পশ্চিমবঙ্গ ‘বাংলা’ বা ‘বঙ্গদেশ’ এর অংশ মাত্র। অংশ কখনও পূর্ণ হতে পারে না। সত্যকে সত্য হিসাবে মেনে নেওয়াই শ্রেয়। তাচ্ছাড়া পশ্চিমবঙ্গে বাস করে বাঙ্গালী হিসাবে গর্ব করতে আমাদের কোন অসুবিধা হয়না।
বাংলা বা বঙ্গ দেশ ভারতের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাংশ দ্রাবিড়ীয় সভ্যতার দেশ; মূলতঃ কাদা মাটির দেশ।এই মানুষগুলি প্রকৃতির পূজারী। তাদের উপাস্য দেবতা ‘বঙ্গা’ আর উপাস্য দেবী ‘বঙ্গী’। ‘বঙ্গা’ ‘বঙ্গী’ থেকে বঙ্গাল।তা থেকে এসেছে বাঙ্গালী কথাটি।ভারতের দক্ষিণদিকের অন্ধ্র কেরল,থেকে মগধের পুর্বে গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকার কাদা মাটির দেশ হল প্রাচীন ‘বঙ্গ’ বা ‘বঙ্গদেশ’ কিংবা ‘বাংলা’। শশাঙ্কের আমলেও ওড়িষ্যা, আসাম মগধ অন্ধ্র থেকে কাবুল পর্যন্ত ছিল বাংলা।সিংহল সুমাত্রা জাভাতেও ছড়িয়ে আছে বঙ্গ সংস্কৃতি। বর্তমানের ‘বাংলাদেশ’ সেই বিশাল বঙ্গ সংস্কৃতিরই বৃহত্তম অংশ।পাশেই আলাদা বাংলা প্রদেশ ভ্রান্তির সংকেত বহন করবে।
শেষ কথাঃ পশ্চিমবঙ্গকে ‘বাংলা’, ‘বঙ্গ’, ‘বঙ্গদেশ’ বা ‘বঙ্গভূমি’ কোন নামেই ডাকা যুক্তিসঙ্গত হবে না।পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গই থাকুক। ইংরেজিতে West Bengal হবে না, হবে Paschimbanga।

No comments:

Post a Comment