Saturday 27 August 2016

নিখিল ভারত বাঙালী উদ্বাস্তু সমন্বয় সমিতি NIKHIL Bharat Cadre Camp on 24 th and 25 Sept. Editor Hastakshep and Editor Jugasankha to address media cadres!

NIKHIL Bharat Cadre Camp on 24 th and 25 Sept.
Editor Hastakshep and Editor Jugasankha to address media cadres!
নিখিল ভারত বাঙালী উদ্বাস্তু সমন্বয় সমিতি
দ্বিতীয় সর্বভারতীয় প্রশিক্ষন শিবির
স্থানঃ বলাকা ভবন, বামনগাছি পশ্চিমবঙ্গ
তারিখঃ ইং ২৪-২৫ সেপ্টেম্বর, ২০১৬
 
অনুষ্ঠান সূচী
২৪শে সেপ্টেম্বর
সকাল ০৯:০০ ​ঃ নাম নথীভুক্ত করণ 
সকাল ০৯:৪৫ ​ঃ সমিতির পতাকা উত্তোলন
সকাল ১০:০০ ​ঃ সভাপতি ও অতিথি বরণ  
শ্রী অমর বিশ্বাস, IRS, প্রাক্তন কমিশনার
শ্রী বিরাজ মিস্ত্রী , IRS,প্রাক্তন কমিশনার
সকাল ১০:১৫ ​ঃ স্বাগত ভাষণ প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্যঃ - ডা সুবোধ বিশ্বাস, সভাপতি নিখিল ভারত বাঙালী উদ্বাস্তু সমন্বয় সমিতি।৩৩
সনঞ্চালক:- এ্যাড অম্বিকা রায়, সাধারন সম্পাদক, কেন্দ্রিয়
সকাল ১০:৪৫ ​ঃ সভাপতির ভাষণ ​​​ঃ
 
প্রথম আলোচনা সত্র
সকাল ১১:০০ ​ভারত বিভাজন ও প্রতিশ্রুতি এবং বাস্তবতা।
দুপুর ০১:৩০​ঃ ভোজন অবকাশ
দ্বিতীয় আলোচনা সত্র
দুপুর ০২:৩০ ​ঃ ভারতের বাঙালী উদ্বাস্তু আন্দোলন ও বরেণ্য নেতৃবৃন্দ ঃ
যেমন:- পুনর্বাসন বৈষ্যম্য নীতি মাতৃভাষা ও অস্ত্বিত্বের লড়াই ইত্যাদি
বিকেল ০৫:০০ ​ঃ চা পানের অবকাশ
তৃতীয় সত্র  
বিকেল ০৫:৩০​ঃ  নিখিল ভারত বাঙালী উদ্বাস্তু সমন্বয় সমিতির প্রতিষ্ঠা, উদ্দেশ্য ও লক্ষ্য, কর্মসূচী ও সাফল্য ঃ সুবোধ বিশ্বাস।
বিশেষ আকর্ষন:- সমিতির আন্দোলন ও কার্যকলাপের তথ্য চিত্র প্রস্তুত।
রাত ০৭:৩০​ঃ রাতের খাবার
 রাত্রে সাংস্কৃতিক অনুস্ঠান । 
অংশগ্রহন:- বিভিন্ন রাজ্যের ছিন্নমূল শিল্পী মন্ডলী।
---------------------------------------------------------------
২৫শে সেপ্টেম্বর
প্রথম সত্র
সকাল ০৯:৩০ ​ঃ একটি আদর্শ সংগঠনের গুনাবলি। যেমন:-সংগঠনের গঠনতন্ত্র, কার্যকরী সমিতির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, সদস্য, কর্মসূচী রুপায়ন,  ও আদর্শ নেতৃত্বের বিকাশ  
ঃ  শরদিন্দু বিশ্বাস,
প্রতিবেদন:-  এ্যাড অম্বিকা রায়। সাধারন সম্পাদক , NIBBUSS 
শরদিন্দু বিশ্বাস।
সভাপতি, দলিত-বহুজন স্বাধিকার আন্দোলন
দ্বিতীয় সত্র
অনুকূল চন্দ্র দাস,কেন্দ্রিয় সহ সভাপতি।
এ্যা আর আর বাঘ। দিল্লী।
দুপুর ১২:৩০ ​ঃ সংগঠনের রণকৌশল, সদস্য সংগ্রহ, সভা পরিচালনা,
    ​​​স্বেচ্ছা সেবকদের দায়িত্ব ও কর্তব্য।
দুপুর ০১:৪৫ ​ঃ ভোজন অবকাশ
তৃতীয় সত্র
দুপুর ০২:৪৫ ​ঃ সংযোগ মাধ্যমের গুরুত্ব, সংগঠনের মুখপত্র, জনমাধ্যমের ব্যবহার।    
রক্তিম দাস। সম্পাদক। যুগশঙ্খ পত্রিকা।
অমলেন্দু উপাধ্যায়। সম্পাদক: হস্তক্ষেপ।
পলাশ বিশ্বাস। 
বিকেল ০৪:৩০ ​ঃ চা’পানের অবকাশ
বিকেল ০৫:০০ ​ঃ শিবিরের সার্বিক মূল্যায়ন ও আগামী কর্মসূচী  ঘোষনা
সন্ধ্যা  ০৬:০০ ​ঃ ধন্যবাদ জ্ঞাপন

No comments:

Post a Comment