Thursday, 11 August 2016

নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু স সমিতি জগদলপুর জেলা কমিটি ৩৩ দিবসিয় ফুটবল লিগ ম্যাচ আয়োযন করে দন্ডকারন্যে খেলার জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিটি ফুটবল টিমকে ই সম্মানিত করা হবে। এবং ৪৫০ জন ফুলবল প্রতিযোগীর সবাই কে সমিতির পক্ষথেকে সম্মানিত করা হবে। দন্ডকারন্যে এখন ফুটবল খেলার জোয়ার বইছে। প্রচার মাধ্যম গুরু দায়িত্ব পালন করছেন। এতবড়ো টুর্নামেন্ট এর আগে কখনও হয়নি। স্থানীয়দের সংগে বাঙালিদের মধুর সম্পর্ক গড়ে উঠছে। গুরুদায়িত্ব পালন করছেন সর্বশ্রী জীবানন্দ হালদার,জগদীশ মন্ডল ,ডা রমেশ বাবু,মিন্টু কর, সহ অনেকে।

   
Hiranmay Sarkar
August 12 at 8:43am
 
নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু স সমিতি জগদলপুর জেলা কমিটি ৩৩ দিবসিয় ফুটবল লিগ ম্যাচ আয়োযন করে দন্ডকারন্যে খেলার জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিটি ফুটবল টিমকে ই সম্মানিত করা হবে। এবং ৪৫০ জন ফুলবল প্রতিযোগীর সবাই কে সমিতির পক্ষথেকে সম্মানিত করা হবে। দন্ডকারন্যে এখন ফুটবল খেলার জোয়ার বইছে। প্রচার মাধ্যম গুরু দায়িত্ব পালন করছেন। এতবড়ো টুর্নামেন্ট এর আগে কখনও হয়নি। স্থানীয়দের সংগে বাঙালিদের মধুর সম্পর্ক গড়ে উঠছে। গুরুদায়িত্ব পালন করছেন সর্বশ্রী জীবানন্দ হালদার,জগদীশ মন্ডল ,ডা রমেশ বাবু,মিন্টু কর, সহ অনেকে।

No comments:

Post a Comment