Saturday, 6 August 2016

। আজ দলিত নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে মিছিল হল কলেজ স্ট্রীট থেকে শ্যামবাজার অবধি। শ্লোগান উঠলো পুঁজিবাদী ব্রাহ্মণ্যবাদী আগ্রাসণ দূর হঠো....... লড়াই টা চলছে। নিজের ঘরে আগুন লাগার আগে আসুন মশাই....

Rumelika Kumar 
আমরা চাইলে No one wants to Know. আমরা চাইলে Nation wantss to know.আমরা চাইলেই তুমি "community standard" violate করছো। আমরা চাইলে তুমি ফেবুতে ব্লক এমনকী জীবন থেকে ব্লক করে দিতে পারি। বানিয়ে দিতে পারি রোহিত ভেমুলা। চুনী কোটাল থেকে সেন্থিল কুমার হয়ে রোহিত ভেমুলা জয় জয় কার আমাদের ব্রাহ্মণ্যবাদের ইতিহাস। এটাই চলছে। এটাই চলবে। যতোদিন না আপনি আওয়াজ টা তুলছেন ততোদিন স্মৃতি ইরাণী জয়ী ততোদিন দত্তাত্রেয় জয়ী ততোদিন আর এস এস জয়ী। যতোদিন না আপনি গলা টা মেলাচ্ছেন ততোদিন ভারত ধর্মনিরপেক্ষ না। আর একদিন এরকম ভাবে ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হবে। সেদিন মরবে হাজার হাজার রোহিত ..... কোপ নেমে আসবে আমার আপনার জীবনে। একদিন হয়তো দেখবেন আপনার মুক্তচিন্তা community standard violate করছেন বলে আপনি জীবন থেকে উধাও হয়ে যেতে পারেন। সেদিন টা আসার জন্যই অপেক্ষা করছেন কি?
তাই বলছি আওয়াজ টা তুলুন মশাই গলাটা মেলান । আজ দলিত নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে মিছিল হল কলেজ স্ট্রীট থেকে শ্যামবাজার অবধি। শ্লোগান উঠলো পুঁজিবাদী ব্রাহ্মণ্যবাদী আগ্রাসণ দূর হঠো....... লড়াই টা চলছে। নিজের ঘরে আগুন লাগার আগে আসুন মশাই....

No comments:

Post a Comment