Sunday, 31 July 2016

৩০ সে জুলাই বাংলাদেশে সংখ্যালঘু মা বোনদের ধর্ষন হত্যার প্রতিবাদে গর্জে উঠল কাকদ্বীপ

৩০ সে জুলাই বাংলাদেশে সংখ্যালঘু মা বোনদের ধর্ষন হত্যার প্রতিবাদে গর্জে উঠল 
কাকদ্বীপ। ২/৩ হাজার শ্রমজীবি মানুষ আগামী ৫ ই আগষ্ট কোলকাতা অভিযান সফল করতে সংকল্প নিলেন। ড: বিরাট বাবুর জ্বর, বিনয় বাবুর শরীরও তেমন ভালোনয়।তথাপি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেবেডাচ্ছেন। সংগঠনের শতাধিক সমাঝ সেবকরা মানবতা রক্ষার জন্য কাজকরে চলেছেন...।সবাইকে আমার শ্রদ্ধা ও সংগ্রামী অভিনন্দন।আজকের অনুষ্ঠানের রুপকার নারায়ন দাস, সুব্রত দাস সহ সবাইকে ধন্যবাদ জানাই।
ডঃ সুবোধ বিশ্বাস ।
Jay nekhil Bharat


No comments:

Post a Comment