Tuesday, 26 July 2016

ইহুদিদের মত পূর্ব বাংলার কয়েক কোটি মানুষ স্টেটলেস। মিশরিয়দের মতো তাদের ভাষা সংস্কৃতি হারাতে চলেছেন .....এই বর্বরতার মেনে নেয়াযায় না। আসুন বাংলাদেশের হিন্দু বুদ্ধিস্ট ইসাই ও মানবতা বাদীদের সুরক্ষার দাবিতে উপোরক্ত আন্দোলন সফল করি।

Dr.Subodh Biswas wrote on his wall.
Copied and pasted
Subodh Biswas added 7 new photos.
বাংলাদেশের সংখ্যালঘুদের ( হিন্দু,বুদ্ধিষ্ট,খ্রীষ্টান )এই নির্মম হত্যা ও নারী ধর্ষন সমস্ত মানবতা সভ্যতাকে কলংকিত করেছে। পূর্ব বাংলার সংখ্যালঘু ও মানবতাবাদী মানুষের সামনে অস্তিত্বের প্রশ্ন। আমরা সব রাজনীতি ও সংর্কীনতার উর্ধে উঠে এই হতভাগ্য মানুষদের পাশে দাঁড়াতে পারিনা ? অন্যায়ের প্রতিবাদে আমরাকি পারিনা ২আগষ্ট আগরতলা (ত্রিপুরা) ৫ আগষ্ট কলিকাতা ( Y চ্যানেল) ও ১৭ আগষ্ট যন্ত্র মন্তর (দিল্লী) অভিযানে যোগদিতে। সম্পর্ক: 9832157235,9804762816, Nikhil Bharat Bangali Udbastu Samanway samiti.
মানবিক আপিল,
মৌলবাদী সন্ত্রাসের বিরুদ্ধে 5 ই আগস্ট কোলকাতায় মিছিল ও বাংলাদেশ হাইকমিশনে ডেপুটেশান ।বাংলাদেশ অগ্নিগর্ভ এবং ভারতের মানুষ ও নিরাপদ নয়,বাংলাদেশ থেকে দু কোটি সংখ্যালঘু মানুষের ঢল নামতে চলেছে ভারতে।পরিস্থিতি ক্রমশঃ রাষ্ট্র ও আন্তর্জাতিক মনুষত্বের নিয়ন্ত্রণের বিরুদ্ধে চলে যাচ্ছে!
ইহুদিদের মত পূর্ব বাংলার কয়েক কোটি মানুষ স্টেটলেস। মিশরিয়দের মতো তাদের ভাষা সংস্কৃতি হারাতে চলেছেন .....এই বর্বরতার মেনে নেয়াযায় না। আসুন বাংলাদেশের হিন্দু বুদ্ধিস্ট ইসাই ও মানবতা বাদীদের সুরক্ষার দাবিতে উপোরক্ত আন্দোলন সফল করি।


Subodh Biswas shared his post.

No comments:

Post a Comment