Sunday, 31 July 2016

Kapil Krishna Thakur পৃথিবীর অধিকাংশ মানুষই শান্তির পক্ষে। সন্ত্রাস সৃষ্টি করে আঙুলে গোণা কয়েকজন মানুষ। যারা জানে, মানুষকে সহমতে আনার মতো যথেষ্ট যুক্তি ও সময় তাদের নেই; ফলে ধ্বংসের পথই খুঁজে নেয় । কিন্তু কোনো সন্ত্রাসই শেষ পর্যন্ত জয়ী হয় না। বাংলাদেশে সংগঠিত সন্ত্রাস নিয়ে আমরা যেমন উদ্বিগ্ন, তেমনি উদ্বিগ্ন ভারতে দলিতদের উপর সংগঠিত সন্ত্রাসেও। উভয়ই গণতন্ত্রের শত্রু।সমান প্রতিবাদ উচ্চারিত হওয়া উচিত দুয়ের বিরুদ্ধেই । শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক মর্যাদা জ্ঞাপন ছাড়া মানুষের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবার আর কোনো পথ খোলা নেই।

পৃথিবীর অধিকাংশ মানুষই শান্তির পক্ষে। সন্ত্রাস সৃষ্টি করে আঙুলে গোণা কয়েকজন মানুষ। যারা জানে, মানুষকে সহমতে আনার মতো যথেষ্ট যুক্তি ও সময় তাদের নেই; ফলে ধ্বংসের পথই খুঁজে নেয় । কিন্তু কোনো সন্ত্রাসই শেষ পর্যন্ত জয়ী হয় না।
বাংলাদেশে সংগঠিত সন্ত্রাস নিয়ে আমরা যেমন উদ্বিগ্ন, তেমনি উদ্বিগ্ন ভারতে দলিতদের উপর সংগঠিত সন্ত্রাসেও। উভয়ই গণতন্ত্রের শত্রু।সমান প্রতিবাদ উচ্চারিত হওয়া উচিত দুয়ের বিরুদ্ধেই । শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক মর্যাদা জ্ঞাপন ছাড়া মানুষের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবার আর কোনো পথ খোলা নেই।

No comments:

Post a Comment