গত তিনদিন যাবত পত্রিকায় প্রকাশিত বাংলাদেশী সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদান বিষয়ক সংবাদে তোলপাড় ফেজবুক নেটওয়ার্ক।
কে হবেন বাংলাদেশের হিন্দুদের ত্রাতা ?
এই প্রশ্নে প্রত্যেক দাবিদারই নিজের নিজের খতিয়ান পেশ করা শুরু করলেন। পরিস্থিতি এমনই কেউ কেউ দাবি করতে শুরু করলেন আমার/আমাদের আন্দোলনের ফসল বিজেপি সরকারের নাগরিকত্ব সংশোধনী এই বিল।
আমি এর আগে Sukriti Ranjan Biswas মহাশয়ের একটা পোষ্টে কমেন্টস করেছিলাম। এই আন্দোলনের কৃতিত্ব কোন একজন বা একটা সংগঠন দাবি করতে পারেন কি ? যারা যারা বিভিন্ন কর্নার থেকে এই আন্দোলন করেছেন সকলেই কমবেশী এই আনন্দ ভোগ করলে আন্দোলনটা আরও শক্তিশালী হতে পারতো। এই আন্দোলন করতে গিয়ে যারা মামলার আসামি হয়েছেন তাদের কি কোনও কৃতিত্ব নেই ? নাগরিকত্ব আইন বদলের আন্দোলন করতে গিয়ে
Birat Bairagya, Prithwish Dasguptaসহ আরও যারা এখনও মামলা মাথায় নিয়ে ঘুরছেন তাদের নামগুলো কি মুছে ফেলা যাবে ? নাগরিকত্ব আইনের বৈধতা নিয়ে সুকৃতি রঞ্জন বিশ্বাস সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন পাশাপাশি Subodh Biswas দিল্লির রাজপথে হাজার হাজার লোক নিয়ে সংসদ ভবন অভিযান করেছেন। মতুয়ামাতা সাংসদ মমতা ঠাকুর সংসদ হলে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের নিয়ে নাগরিকত্ব আইন বদলের জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছেন। এই আইন বদলের জন্য কারও অবদান কিন্তু কম নয়।
পরের কথা,
সংবাদপত্রের পাতায় দেখেই এই প্রতিযোগীতা, আর সংসদে যদি বিল পেশ হয় সেদিন কি হবে ? বিল পেশ হলেও বিল কি আদৌ পাশ হবে ? লোকসভায় বিজেপি পাশ করাতে পারলেও রাজ্যসভায় কি হবে ? গতকাল দিল্লির রাজনৈতিক ময়দানের যা খবর তাতে বর্তমান সংসদে এই বিল পাশ হওয়ার কোন সম্ভবনা নেই। বিল পেশের পরে সেটি সংসদীয় কমিটির ডীপ ফ্রিজে ঢুকে কতবছর থাকবে তার সীমানা কেউ দিতে পারবে বলে মনে হয়না। মোটকথা আগামী সংসদ নির্বাচনে বাংলার এই অসহায় মানুষগুলো বরাবরের মতো এবারেও ভোটরঙ্গে রাজনৈতিক বলির ,,,,,,,,,,, হতে চলেছেন।
পরিশেষে,
আন্দোলনকারী সব সংগঠনগুলোকে বিরোধী মনোভাব, ব্যাক্তি আক্রমন বন্ধ করে অগ্নিগর্ভ আন্দোলনের ডাক দেওয়ার জন্য অনুরোধ করছি।
কে হবেন বাংলাদেশের হিন্দুদের ত্রাতা ?
এই প্রশ্নে প্রত্যেক দাবিদারই নিজের নিজের খতিয়ান পেশ করা শুরু করলেন। পরিস্থিতি এমনই কেউ কেউ দাবি করতে শুরু করলেন আমার/আমাদের আন্দোলনের ফসল বিজেপি সরকারের নাগরিকত্ব সংশোধনী এই বিল।
আমি এর আগে Sukriti Ranjan Biswas মহাশয়ের একটা পোষ্টে কমেন্টস করেছিলাম। এই আন্দোলনের কৃতিত্ব কোন একজন বা একটা সংগঠন দাবি করতে পারেন কি ? যারা যারা বিভিন্ন কর্নার থেকে এই আন্দোলন করেছেন সকলেই কমবেশী এই আনন্দ ভোগ করলে আন্দোলনটা আরও শক্তিশালী হতে পারতো। এই আন্দোলন করতে গিয়ে যারা মামলার আসামি হয়েছেন তাদের কি কোনও কৃতিত্ব নেই ? নাগরিকত্ব আইন বদলের আন্দোলন করতে গিয়ে
Birat Bairagya, Prithwish Dasguptaসহ আরও যারা এখনও মামলা মাথায় নিয়ে ঘুরছেন তাদের নামগুলো কি মুছে ফেলা যাবে ? নাগরিকত্ব আইনের বৈধতা নিয়ে সুকৃতি রঞ্জন বিশ্বাস সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন পাশাপাশি Subodh Biswas দিল্লির রাজপথে হাজার হাজার লোক নিয়ে সংসদ ভবন অভিযান করেছেন। মতুয়ামাতা সাংসদ মমতা ঠাকুর সংসদ হলে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের নিয়ে নাগরিকত্ব আইন বদলের জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছেন। এই আইন বদলের জন্য কারও অবদান কিন্তু কম নয়।
পরের কথা,
সংবাদপত্রের পাতায় দেখেই এই প্রতিযোগীতা, আর সংসদে যদি বিল পেশ হয় সেদিন কি হবে ? বিল পেশ হলেও বিল কি আদৌ পাশ হবে ? লোকসভায় বিজেপি পাশ করাতে পারলেও রাজ্যসভায় কি হবে ? গতকাল দিল্লির রাজনৈতিক ময়দানের যা খবর তাতে বর্তমান সংসদে এই বিল পাশ হওয়ার কোন সম্ভবনা নেই। বিল পেশের পরে সেটি সংসদীয় কমিটির ডীপ ফ্রিজে ঢুকে কতবছর থাকবে তার সীমানা কেউ দিতে পারবে বলে মনে হয়না। মোটকথা আগামী সংসদ নির্বাচনে বাংলার এই অসহায় মানুষগুলো বরাবরের মতো এবারেও ভোটরঙ্গে রাজনৈতিক বলির ,,,,,,,,,,, হতে চলেছেন।
পরিশেষে,
আন্দোলনকারী সব সংগঠনগুলোকে বিরোধী মনোভাব, ব্যাক্তি আক্রমন বন্ধ করে অগ্নিগর্ভ আন্দোলনের ডাক দেওয়ার জন্য অনুরোধ করছি।
No comments:
Post a Comment