Friday, 15 July 2016

নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির আগামী কর্মসূচী:---------

নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির আগামী কর্মসূচী:---------
-'-------------------------------------------------------------
  বন্ধুগন,

একথা অস্বিকারের যায়গানেই,বাংলাদেশে  হিন্দু সহ যেসব সংখ্যালঘু  ভাই বোন প্রতিনিয়ত মান,সম্ভ্রমও জীবন হারাচ্ছেন, তারা আমাদের আত্মজ। তাদের সংগে আমাদের রক্তমাংসের সম্পর্ক রয়েছে।এইসংকটের মুহুর্তে আর পাঁচজন ভালোমানুষের মতো আমরা চুপকরে থাকতে পারিনা। সেখানে যেভাবেমানবতাবাদী প্রগতিশীল মানুষ মৌলবাদী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে শহীদ হচ্ছেন ,তাদে পাশেদাড়ানো মানবিক দায়। সেজন্য দলবল নির্বিসশেষে সমিতির  নির্মোক্ত  আন্দোলন সফল করতেসবাইকে আহ্বান জানাচ্ছি।
  • বিনিত:-
নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি।

----------------------------------------------------------
বাংলাদেশের হিন্দু,বুদ্ধিষ্ট ,খৃষ্টান ও প্রগতিশীল মানবতাবাদী মানুষের জীবনের সুরক্ষা এবং উদ্বাস্তুদবাঙালিদের একগুচ্ছ দাবী নিয়ে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির আগামী কর্মসূচী:- ------------------------------------------------------------------ (১) ১৯ শে জুলাই গৌহাটী বিধানসভায় ধর্না ।---- (২) ১ হেলা আগষ্ট ত্রিপুরা রাজ্য(আগরতলা) অধিবেশন এবং ২ রা আগষ্ট আগরতলা বিশালRally।---- (৩) ৫ আগষ্ট কলিকাতা অভিযান ও বাংলাদেশ হাইকমিশন,মাননীয় রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীডেপুটেশন। ----(৪) ১৭ আগষ্ট  যন্তর মন্তর (নিউ দিল্লী) ধর্না আন্দোলন এবং বাংলাদেশহাইকমিশন,মাননীয় প্রধানমন্ত্রী,বিদেশমন্ত্রী ,রাষ্ট্রপতি কে মেমরান্ডাম দেওয়াহবে। ----(৫) ২১ septমুর্শিদাবাদ ( ফারাক্কা) জেলাঅধিবেশন । এবং ২৩ সেপ্টেম্বর প্রকাশ্য জনসভা ও বিকালে Rally। ----(৬) ২৪,২৫ সর্বভারতীয় প্রশিক্ষন শিবির ।স্থান : বলাকা হল,বামনগাছি, উত্তরচব্বিশপরগনা,প,বঙ্গ।। (৭) উল্লেখ্য যুবসমাজকে সংগঠিত করার লক্ষ্যে সমিতির পক্ষথেকেদন্ডকারন্যের জগদলপুর শহরে ফুটবল প্রতিযোগীতা (লীগম্যাচ) চলছে। সমাপন ম্যাচ সমারোহেমাননীয় মুখ্যমন্ত্রী পস্থিত থাকবেন। --------------------------------------- তেলঙ্গানা, উত্তর খন্ড,মহারাষ্ট্র, ছত্তিশগড় রাজ্যের কর্মসূচী 
     পরবর্তীতে  জানান হবে। যেসমস্ত অঞ্চলে প্রগ্রাম হবে,সেখানের কন্টাক নাম্বার নিচে দেয়াহোল।

 ------------সম্পর্ক:---
Adv Ambika Ray. N.G.Sec Delhi 098-18-414355
WB:- Dr Birat Bairagya N.V.president.07278-320619
Mr Sandip Biswas.sec wb' 098-36-768419
Basudeb Sarkar Sec.Mursidabad .095-47-682243
Assam, Adv Sohadeb Das.president 08399-887338
Mr Nikhil Baishya Sec 09859144823
Tripura. Adv Prakash Biswas.094-36-594634
Delhi -Dr Sushil Mallick president 
Dr Goutam Biswas 098-10-995635
CG:- jibananda Haldar jagdalpur:-07587220011

No comments:

Post a Comment