Saturday, 16 July 2016

Uttam Sarkar কাজ না হলে রাজপথে নেমে প্রতিবাদ ও প্রতিরোধ করি। তবে আমরা নমশূদ্র বিকাশপরিষদ করি বলে অন্য কোনো জাতি বা সম্প্রদায়কে অশ্রদ্ধা বা হিংসা করি না। আপনারা যে যাই সংগঠন ও পার্টি করুন আপত্তি নেই।

নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো?
সকলের অবগতির জন্য বলছি 
অল ইন্ডিয়া নমশূদ্র বিকাশ পরিষদের সহ সভাপতি হিসেবে।
আমাদের স্বজাতির মানুষ কোথায় কিভাবে বসবাস করছেন তাদের খুঁজে বের করে এক ছত্র ছায়ায় এনে তাদের সার্বিক উন্নয়ন করতে আমরা বদ্ধ পরিকর।
বন্ধুগণ আমরা সবাই জানি যে দেশ ভাগের বলি হয়ে যারা ভারতের বিভিন্ন রাজ্যে পাহাড়ে জঙলে সাগর পারে খালপাড় রেল লাইনের ধারে বস্তিতে প্রত্যন্ত অঞ্চলে একাধিক সমস্যায় জর্জরিত হয়ে বেঁচে আছে মাত্র।
শিক্ষা স্বাস্থ্য পানীয়জল রাস্তা বিদ্যুত কর্ম সংস্থান ও নিরাপত্তাহীন অবস্থায় যারা অবস্থান করছেন আমরা অল ইন্ডিয়া নমশূদ্র বিকাশ পরিষদের পক্ষ থেকে তাদের খুঁজে বের করে এক ছত্র ছায়ায় এনে তাদের সার্বিক উন্নয়ন করতে দায়বদ্ধ।
আপনি যে ধর্ম দর্শনে রাজনীতিতে বিশ্বাসী হন তাতে আমাদের কোন আপত্তি নেই।
কিন্তু আমাদের স্বজাতি নমশূদ্র বিকাশ পরিষদে যোগ দিন নিজেদের উন্নতি নিজেরা করুন সংগঠিত হোন আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি ও সুখ দুঃখের ভাগিদার হই।
বন্ধুগণ আমরা সব নম রা যদি এক হই তাহলে আমরা নিজেদের সুবিধা অসুবিধা সবাই মিলে সুরাহা করতে পারব।
আমাদের কারো কোনো সমস্যা হলে আমরা কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাছে যাই না।
আমরা আগে প্রশাসনকে জানাই
কাজ না হলে রাজপথে নেমে প্রতিবাদ ও প্রতিরোধ করি।
তবে আমরা নমশূদ্র বিকাশপরিষদ করি বলে অন্য কোনো জাতি বা সম্প্রদায়কে অশ্রদ্ধা বা হিংসা করি না।
আপনারা যে যাই সংগঠন ও পার্টি করুন আপত্তি নেই।
সবাইকে ধন্যবাদ ।
জয় নম।।

No comments:

Post a Comment