ধন্যবাদ বন্ধুবর, আজ 29.07.16 আপনাদের এই অধম পাটিকাবাড়ি বাজার,নাকাশীপাড়া থানা, নদীয়া পথসভায় ছিলাম। অধুনা বাংলাদেশে মৌলবাদের সন্রাসে হিন্দু নিধন, নারী ধর্ষন,তাদের ঘরবাড়ি জ্বালিয়ে,অর্থ সম্পওি লুটতরাজ করার প্রতিবাদে বক্তাদের ক্ষোভ ও বেদনায় বুজতে পারলাম আজও সমাজে শান্তি রক্ষার জন্য সহ্রদয় চেতনাশীল মানুষ আছে।
মতুয়া গোসাই,মতি বাবু ও রামচন্দ্র গোসাই বলেন হরিগুরুচাদের আশীর্বাদ নিয়ে আমাদের জয় ডংক, নিশান , কাশী সমেত সমস্ত মতূয়া ভাই বোন মিলে , বাংলাদেশ হাইকমিশনকে প্রতিবাদ জানতে 5 আগস্ট কলিকাতা যাব। বাংলাদেশে মতুয়া ভাই সমীর হালদারের উপর নির্মম বর্বর অত্যাচারের প্রতিবাদে এদেশের মতুয়া ভাইরা কোন মূল্যে মেনে নেবনা।
মতুয়া গোসাই,মতি বাবু ও রামচন্দ্র গোসাই বলেন হরিগুরুচাদের আশীর্বাদ নিয়ে আমাদের জয় ডংক, নিশান , কাশী সমেত সমস্ত মতূয়া ভাই বোন মিলে , বাংলাদেশ হাইকমিশনকে প্রতিবাদ জানতে 5 আগস্ট কলিকাতা যাব। বাংলাদেশে মতুয়া ভাই সমীর হালদারের উপর নির্মম বর্বর অত্যাচারের প্রতিবাদে এদেশের মতুয়া ভাইরা কোন মূল্যে মেনে নেবনা।
Binoy Biswas added 7 new photos.
No comments:
Post a Comment