Thursday, 14 July 2016

হরিচাঁদ ঠাকুরের জীবন চরিত নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র।

হরিচাঁদ ঠাকুরের জীবন চরিত নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র।
===========================
বাংলার অগণিত নিম্নবর্ণ মানুষের ত্রাণকর্তা হরিচাঁদ ঠাকুরের জীবন চরিত নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। আর এই গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করছেন ফেরদৌস। ছবির নাম ‘হরিচাঁদ ঠাকুর’। হরিচাঁদ ঠাকুরের নাম ভূমিকায় অভিনয় করছেন ফেরদৌস। নিত্যদিন তার কলকাতা-বাংলাদেশ-রামোজি ফিল্ম সিটি যাতায়াত এতদিনে বোধহয় অন্য মাত্রা পেল সাম্প্রতিক পরিস্থিতির বিচারে। রাজনৈতিক বিচারেও এই ছবির গুরুত্ব বেশ। কারণ ভারতের মতুয়া সম্প্রদায় এই ছবির বিষয়। বাংলাদেশেও রয়েছে কয়েক লক্ষ মতুয়া সম্প্রদায়ের হিন্দু। ফেরদৌস বললেন, ‘হরিচাঁদ ঠাকুর-গুরুচাঁদ ঠাকুরের প্রায় লাখ লাখ ভক্ত আছেন আমি জানি। এ সম্প্রদায়ের জন্য হরিচাঁদ ঠাকুরের ভূমিকায় অভিনয় করাটা আমার সৌভাগ্য। একেবারে মতুয়াদের খাসতালুকে গিয়ে শুটিং হয়েছে। চাকদহ, কৃষ্ণনগর গিয়েছি আমরা। পুঁথি ঘেঁটে ছবিটা অথেনটিক করার চেষ্টা করেছি।’ হরিচাঁদ ঠাকুর বাংলার অগণিত নিম্নবর্ণ হিন্দুদের সমাজ সংস্কার, তাদের শিক্ষা-দীক্ষা ও উন্নত জীবনের মার্গ দর্শন করিয়েছিলেন। তাঁর জন্মস্থান বাংলাদেশের গোপালগঞ্জের কাশিয়ানী থানার বিখ্যাত ওড়াকান্দি ঠাকুর বাড়ি। প্রতি বছর এই ‍পূণ্যস্থানে দেশ-বিদেশের লাখ লাখ ভক্তের সমাগম হয়ে থাকে। এই ছবিতে ফেরদৌস ছাড়াও অভিনয় করেছেন পাপিয়া অধিকারী, মনোজ মিত্র, দুলাল লাহিড়ী, মনু মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায়, রমাপ্রসাদ বণিক।


No comments:

Post a Comment