Monday, 18 July 2016

Birat Bairagya বাংলা দেশের রাজধানী ঢাকা মহানগরে বাংলা একাডেমীর হলে শ্রী হরিচাঁদ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের পরিচলনায় মতুয়া ছাত্র যুব জাতীয় মহা সম্মেলন অনুষ্ঠিত হয় 24/6/16 তারিখে .উদ্বোধন করেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ পুরুষ শ্রী সুব্রত ঠাকুর .সভাপতির আসন অলংকৃত করেন শ্রী সঞ্জয় বিশ্বাস ,প্রধান অতিথি ছিলেন বাংলদেশ সরকারের নৌ মন্ত্রী জনাব শাজাহান খান ,প্রধান বক্তা ছিলেন ড.বিরাট কুমার বৈরাগ্য ডি .লিট .(ভারত ),সম্মানীয় অতিথির আসন অলংকৃত করেন _ড .অসীম সরকার প্রাধ্যক্ষ ,জগন্নাথ হল ,শ্রী জে .এল .ভৌমিক বিশিষ্ট শিল্পপতি ,শ্রী মানস মিত্র ,শ্রী মুকুল বসু ,ড.তপন বাগচী ডেপুটি ডাইরেক্টর বাংলা একডেমী এবং অন্যান্য বিশিষ্ট জনেরা . এই ঐতিহাসিক সম্মেলনে বক্তৃতা করেন সম্মানীয় বিশিষ্ট বক্তা advocate শ্রী উত্পল বিশ্বাস ,ড .তপন বাগচী ও আরও অনেকে . Birat Bairagya's photo.

Birat Bairagya
বাংলা দেশের রাজধানী ঢাকা মহানগরে বাংলা একাডেমীর হলে শ্রী হরিচাঁদ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের পরিচলনায় মতুয়া ছাত্র যুব জাতীয় মহা সম্মেলন অনুষ্ঠিত হয় 24/6/16 তারিখে .উদ্বোধন করেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ পুরুষ শ্রী সুব্রত ঠাকুর .সভাপতির আসন অলংকৃত করেন শ্রী সঞ্জয় বিশ্বাস ,প্রধান অতিথি ছিলেন বাংলদেশ সরকারের নৌ মন্ত্রী জনাব শাজাহান খান ,প্রধান বক্তা ছিলেন ড.বিরাট কুমার বৈরাগ্য ডি .লিট .(ভারত ),সম্মানীয় অতিথির আসন অলংকৃত করেন _ড .অসীম সরকার প্রাধ্যক্ষ ,জগন্নাথ হল ,শ্রী জে .এল .ভৌমিক বিশিষ্ট শিল্পপতি ,শ্রী মানস মিত্র ,শ্রী মুকুল বসু ,ড.তপন বাগচী ডেপুটি ডাইরেক্টর বাংলা একডেমী এবং অন্যান্য বিশিষ্ট জনেরা .
এই ঐতিহাসিক সম্মেলনে বক্তৃতা করেন সম্মানীয় বিশিষ্ট বক্তা advocate শ্রী উত্পল বিশ্বাস ,ড .তপন বাগচী ও আরও অনেকে .

Birat Bairagya's photo.

No comments:

Post a Comment