Saturday, 16 July 2016

যেভাবে মানবতাবাদী প্রগতিশীল মানুষ মৌলবাদী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে শহীদ হচ্ছেন ,তাদের পাশে দাড়ানো মানবিক দায়। সেজন্য দলবল নির্বিশেষ সমিতির নির্মোক্ত আন্দোলন সফল করতে সবাইকে আহ্বান জানাচ্ছি। ⁃ বিনিত:-ডা সুবোধ বিশ্বাস,সর্বভারতীয় সভাপতি। এ্যাড অম্বিকা রায়।সাধারন সম্পাদক

নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি। Email : subodhbiswas1@gmail.co. Date: 15 July 2016. Nagpur.MS
_________________________________________
বন্ধুগন,
আপনারা জানেন,ধর্মীয় উগ্রমৌলবাদী দ্বারা বাংলাদেশ আক্রান্ত। মানব সভ্যতা ও সেখানের ধরমীয় সংখ্যালঘু ও প্রগতিশীল মানুষ সংকটে।এনিয়ে সারা বিশ্বের মানবতা বাদী প্রগতিশীল মানুষ চিন্তিত। প,বঙ্গও সেথেকে অছূৎ নয়। আমরা চাইনা বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যাচারিত হয়ে শতপুরুষের ভিটেমাটি হারিয় ভারতের রেলপাড়,ফুটপাত ও নালা নর্দমার পাশে অন্যের গলগ্রহ হয়ে নরকীয় জীবন যাপন করুক। জন্মনিক এক নতুন উদ্বাস্তু প্রজন্ম। একথা অস্বিকারের যায়গানেই,বাংলাদেশে হিন্দু ,বুদ্ধিষ্ট, ইসাই সহ যেসব সংখ্যালঘু ভাই বোন প্রতিনিয়ত মান,সম্ভ্রম ও জীবন হারাচ্ছেন, তারা আমাদের আত্মজ। তাদের সংগে আমাদের রক্তমাংসের সম্পর্ক রয়েছে।এই সংকটের মুহুর্তে আর পাঁচজন ভালোমানুষের মতো আমরা চুপকরে থাকতে পারিনা।
------------
যেভাবে মানবতাবাদী প্রগতিশীল মানুষ মৌলবাদী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে শহীদ হচ্ছেন ,তাদের পাশে দাড়ানো মানবিক দায়। সেজন্য দলবল নির্বিশেষ সমিতির নির্মোক্ত আন্দোলন সফল করতে সবাইকে আহ্বান জানাচ্ছি। ⁃
বিনিত:-ডা সুবোধ বিশ্বাস,সর্বভারতীয় সভাপতি।
এ্যাড অম্বিকা রায়।সাধারন সম্পাদক।
নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি। -------------------------------------------
- [ ] --------------- বাংলাদেশের হিন্দু,বুদ্ধিষ্ট ,খৃষ্টান ও প্রগতিশীল মানবতাবাদী প্রগতিশীল মানুষের জীবনের সুরক্ষা এবং উদ্বাস্তুদ বাঙালিদের একগুচ্ছ দাবী নিয়ে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির আগামী কর্মসূচী:- ------------------------------------------------------------------ (১) ১৯ শে জুলাই গৌহাটী বিধানসভায় ধর্না ।---- (২) ১ হেলা আগষ্ট ত্রিপুরা রাজ্য(আগরতলা) অধিবেশন এবং ২ রা আগষ্ট আগরতলা বিশাল Rally।---- (৩) ৫ আগষ্ট কলিকাতা অভিযান ও বাংলাদেশ হাইকমিশন,মাননীয় রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী ডেপুটেশন। ----(৪) ১৭ আগষ্ট যন্তর মন্তর (নিউ দিল্লী) ধর্না আন্দোলন এবং বাংলাদেশ হাইকমিশন,মাননীয় প্রধানমন্ত্রী,বিদেশমন্ত্রী ,রাষ্ট্রপতি কে মেমরান্ডাম দেওয়াহবে। ----(৫) ২১ sept মুর্শিদাবাদ ( ফারাক্কা) জেলাঅধিবেশন । এবং ২৩ সেপ্টেম্বর প্রকাশ্য জনসভা ও বিকালে Rally। ----(৬) ২৪,২৫ সর্বভারতীয় প্রশিক্ষন শিবির ।স্থান : বলাকা হল,বামনগাছি, উত্তর চব্বিশপরগনা,প,বঙ্গ।। (৭) উল্লেখ্য যুবসমাজকে সংগঠিত করার লক্ষ্যে সমিতির পক্ষথেকে দন্ডকারন্যের জগদলপুর শহরে ফুটবল প্রতিযোগীতা (লীগম্যাচ) চলছে। সমাপন ম্যাচ সমারোহে মাননীয় মুখ্যমন্ত্রীকে মন্ত্রীকে আমন্ত্রণ যানানো হয়ছে।
--------- তেলঙ্গানা, উত্তর খন্ড, মহারাষ্ট্র, ছত্তিশগড় রাজ্যের কর্মসূচী পরবর্তীতে জানান হবে। যেসমস্ত অঞ্চলে প্রগ্রাম হবে,সেখানের কন্টাক নাম্বার নিচে দেয়াহোল। ------------সম্পর্ক:--- Adv Ambika Ray. N.G.Sec Delhi 098-18-414355 WB:- Dr Birat Bairagya N.V.president.07278-320619 Mr Sandip Biswas.sec wb' 098-36-768419 Basudeb Sarkar Sec.Mursidabad .095-47-682243 Assam, Adv Sohadeb Das.president 08399-887338 Mr Nikhil Baishya Sec 09859144823 Tripura. Adv Prakash Biswas.094-36-594634 Delhi -Dr Sushil Mallick president Dr Goutam Biswas 098-10-995635 CG:- jibananda Haldar jagdalpur:-07587220011

No comments:

Post a Comment