Friday, 15 July 2016

বেল পাকলে কাকের কী ? উদ্বাস্তু প্রসঙ্গ ---১৬,৭,২০১৬ সুবোধ বিশ্বাস

 বেল পাকলে কাকের কী ? উদ্বাস্তু প্রসঙ্গ ---১৬,৭,২০১৬
সুবোধ বিশ্বাস
-----------------------------------------
কলা পাকা পর্যন্ত ছোবলার দাম, একথা অমরা জানি। এই সত্যি কথাটার প্রয়োগ পশ্চিম বাঙ্গলাররাজনীতিক বিষারদরা অংককরে উদ্বাস্তুদের হাড়েনাড়ে বুঝিয়ে দিয়েছেন।
 ধর্মরক্ষার দোহাই দিয়ে যারা  বাঙলা বিভাজন সমর্থন করলেন, বাঙলা বিভাজন হতেই সবরাজনীতিজ্ঞরা নামাবলি পরিত্যাগ করলেন। গায়ে নতুন রাজনীতিক বস্ত্র ধারন করলেন। যারনামসেকুলার ধর্ম। এই নামে দেশভাগের সমস্ত পাপপূন্ন ধুয়েমুছে নিলেন। বাকী অংশটুকু শ্রী যোগেন্দ্রনাথমন্ডলের নামের সংগে মোল্লা  জুড়ে দিয়ে চালিয়ে দিলেন।
----------------------
১৯৪৭ পরে শুরুহয় রাজনীতিক সত্যযুগ।।জীবন মান সম্ভ্রম ও মাটির বাঁধন ছিড়ে পুর্ববাংলা থেকেসংখ্যালঘু ঘরপোড়া মানুষগুলি ছুটে এলেন।কংগ্রেস উদ্বাস্তুদের বাংলায় থাকতে দিলনা।  ক্যাম্পেররেশন পানি বন্ধকরে অসংখ্য শিশু বৃদ্ধেকে অকালে মৃত্যুমুখে ঠেলেদিল। সে এক ইতিহাসের করুনঅধ্যায়।
------------------------
 জ্যোতি বাবু ছিন্নমূলদের জন্য কোট প্যান্ট ত্যাকরলেন। পরনে সাদামাঠা ধুতি।  বদলের কম্বল। হাতে এ্যালমুনিয়মের থানা। রাজনীতিক বেশে রঙ্গমঞ্চে নেমে পড়লেল। দাদা ঘোষনা করলেন  আমরাবাংলায় সরকার গঠন করলে ,বাংলার পাচকোটি মানুষ দশকোটি হাতদিয়ে উদ্বাস্তুদের বরনকরেনেব। পরে মরিচ ঝাপির ঘটনা বাংলার মাটি ও সংস্কৃতিকে কলুসিত করেছে। পাঁচাঘা ..... নিয়েবলতে চাইলাম। 
 ------------------------
এর পর মমতা দিদিকে বিজয়ী করতে  উদ্বাস্তুরা দায়িত্ব কাঁধে নিলেন। দিদিও কার্পন্য করলেন না।উদ্বাস্তুদের রাজনীতিক শক্তিস্থল ঠাকুরবাড়ী টার্গেট করেন। নিজে মতুয়া ধর্ম গ্রহনকরে রানীতিরপেরেক মতুয়া কাফিনে পোতেন। 
দ্বিতীয়বার দিদি বিজয়ীনি হয়েছেন। দূর্ভাগ্য মন্ত্রী পরিষদে মতুয়াদের কোন নামগন্ধ নেই। উদ্বাস্তুদেরহয়ে কথাবলার কেউ দিদির মন্ত্রী পরিষদে নেই। পূর্ব পাকিস্তানে মোল্লা জালাল বলেছিলেন, ও হিন্দুরাবেল পেকেছে (বাংলাদেশ স্বাধীন হয়েছে) তাতে তোমাদের কী । তদরুপ দিদি  ও দাদারা বুঝিয়ে দিলেন, প, বঙ্গের রাজনীতির পরিবর্তন হলে (বেল পাকলে কাকের কী) উদ্বাস্তুদের কী। এত লাফাও ,ভুঁইখান কার।
 চুন খেয়ে মুক পুড়েছে ,তাই বিজেপি দেখে ভয় হয়---
তাদের অনেক নেতা হিন্দু রাষ্ট্রের দোহাই দিচ্ছেন,তাতে হিন্দু উগ্রবাদের জন্ম নেবেনাতো ? 
 উল্লেখ্য সিপিএম কাশ্মিররে মানবতা উলঙ্ঘন হচ্ছে,সেজন্য তারা পথেনেমে প্রতিবাদ জানানোর জন্যকমরে গামছা বাধছে।অন্যদিকে প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘুরা সন্ত্রাসে দীর্ন সেনিয়ে মুখ খুলছেননা। এক্ষেত্রে মমতা দিদিও নিরব দর্শক। চাচীর বেনুন যাগায় যাগায় ঝাল।  (পোষ্ট করবেন না, আমিআরো একটু ভাবি ) 

-- 

No comments:

Post a Comment