Tuesday, 19 July 2016

Swapan Bala দেশ স্বাধীন হওয়ার আগে এই ভারত বর্ষে জন্ম নিয়েছিল এক ঝাঁক কবি লেখক , যোদ্ধা ,দেশ ভক্ত, মহাপুরুষ , মহামানব । তাদের সকলের প্রচেষ্টায় যেমন আমরা স্বাধীনতা পেয়েছিলাম ,তেমনি আমাদের এই নমঃশুদ্রদের মাঝেও এসেছেন এক ঝাঁক কবি লেখক সমাজ সেবক সংগ্রামী ভাইরা ,এদের সকলের প্রচেষ্টায় এবার আমার এই জাতি সবার শীর্ষ‌ আসন পাবে । আমরা যারা বন্চিত অবহেলিত নিষ্পেরীত মানুষ আছি হয়তো এবার আমরা ফিরে পাব আমাদের অধিকার । জয় গুরুচাঁদ, জয় ভীম ।


   
Swapan Bala
July 19 at 8:07pm
 
দেশ স্বাধীন হওয়ার আগে এই ভারত বর্ষে জন্ম নিয়েছিল এক ঝাঁক কবি লেখক , যোদ্ধা ,দেশ ভক্ত, মহাপুরুষ , মহামানব । তাদের সকলের প্রচেষ্টায় যেমন আমরা স্বাধীনতা পেয়েছিলাম ,তেমনি আমাদের এই নমঃশুদ্রদের মাঝেও এসেছেন এক ঝাঁক কবি লেখক সমাজ সেবক সংগ্রামী ভাইরা ,এদের সকলের প্রচেষ্টায় এবার আমার এই জাতি সবার শীর্ষ‌ আসন পাবে । আমরা যারা বন্চিত অবহেলিত নিষ্পেরীত মানুষ আছি হয়তো এবার আমরা ফিরে পাব আমাদের অধিকার । জয় গুরুচাঁদ, জয় ভীম ।

No comments:

Post a Comment