Tuesday, 12 July 2016

দন্ডকারন্যে ফুটবল টুর্নামেন্ট ২০১৬

 দন্ডকারন্যে ফুটবল টুর্নামেন্ট ২০১৬ 
( তাঃ 10-07-2016. )
------------------------------------------------------------------------------
নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির উদ্যোগে
দন্ডকারন্যে ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। প্রথমবার সমিতি গৌরবময় দায়িত্ব পালন করছে। বিভিন্ন রাজ্যের ৪৫ টি টিম প্রতিযেগীতায় অংশগ্রহন করছে। নিখিল ভারত সমিতির জন্য এটি গৌরবের সংবাদ। প্রশাসন ও ফুটবল সংঘ এই গুরুদায়িত্ব নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতিকে দিয়েছেন। নেএিত্ব দিচ্ছেন জীবানন্দ হালদার ,জগদীশ মন্ডল, রাজেশ চৌধুরী, সুধীর মন্ডল ও অনেকে।
জয় নিখিল ভারত।





No comments:

Post a Comment