Thursday, 14 July 2016

মোহাম্মদ আন্ওয়ারুল কবীর : বাঙালি মুসলমান সমাজে হিন্দুদের 'মালাউন' হিসেবে সম্বোধন করার রেওয়াজ আছে। মালাউন শব্দের অর্থ অভিশপ্ত। হিন্দুদেরকে এভাবে তুচ্ছার্থে সম্বোধন করার অধিকার কি ইসলাম আদৌ দেয়! যদি না দিয়ে থাকে তবে মুসলমান সমাজের শীর্ষ আলেমেরা (খোদ জাকের নায়েক পর্যন্ত) প্রকাশ্যে এর কি প্রতিবাদ করেছেন? আমার জানা নেই। অনেকে বলতে পারেন হিন্দুরাও মুসলমানদেরকে তুচ্ছার্থে ম্লেচ্ছ কিংবা নেড়ে বলে সম্বোধন করে। কিন্তু এক্ষেত্রে আমি বলব তাহলে ইসলাম ধর্মের মাহাত্ম্য কোথায়! -------- আমি আমার হিন্দু /মুসলিম সব বন্ধুদেরকে অনুরোধ করব কোন অবস্থাতেই 'মালাউন', নেড়ে/ম্লেচ্ছে এ ধরণের সাম্প্রদায়িক বিদ্বেষমূলক শব্দ যেন ব্যবহার না করেন।

মোহাম্মদ আন্ওয়ারুল কবীর
বাঙালি মুসলমান সমাজে হিন্দুদের 'মালাউন' হিসেবে সম্বোধন করার রেওয়াজ আছে। মালাউন শব্দের অর্থ অভিশপ্ত। হিন্দুদেরকে এভাবে তুচ্ছার্থে সম্বোধন করার অধিকার কি ইসলাম আদৌ দেয়! যদি না দিয়ে থাকে তবে মুসলমান সমাজের শীর্ষ আলেমেরা (খোদ জাকের নায়েক পর্যন্ত) প্রকাশ্যে এর কি প্রতিবাদ করেছেন? আমার জানা নেই। অনেকে বলতে পারেন হিন্দুরাও মুসলমানদেরকে তুচ্ছার্থে ম্লেচ্ছ কিংবা নেড়ে বলে সম্বোধন করে। কিন্তু এক্ষেত্রে আমি বলব তাহলে ইসলাম ধর্মের মাহাত্ম্য কোথায়!
-------- আমি আমার হিন্দু /মুসলিম সব বন্ধুদেরকে অনুরোধ করব কোন অবস্থাতেই 'মালাউন', নেড়ে/ম্লেচ্ছে এ ধরণের সাম্প্রদায়িক বিদ্বেষমূলক শব্দ যেন ব্যবহার না করেন।

No comments:

Post a Comment