Saturday, 2 July 2016

আপনি নিরাপদ নন। কারণ মানবজাতি নিরাপদে নেই। অবস্থান নিন। পা মেলান মৌলবাদের বিরুদ্ধে। এই আত্মধ্বংসী সময়ে এটাই প্রধাণ কাজ, বিশ্বাস করুন।

আমি বিশ্বাস করি অধর্মের বিরুদ্ধে ধর্মের, মৌলবাদের বিরুদ্ধে দর্শনের এবং অসহিষ্ণুতার বিরুদ্ধে সহিষ্ণুতার যুদ্ধ শুরু করার সময় এসে গেছে। না হলে আজ যা বেলজিয়ামে, ফ্রান্সে, তুরস্কে, বা পাশের বাড়ি বাংলাদেশে, কাল তা আপনার পাড়াতেও ঘটতে পারে। কখনো তা হিন্দু গেরুয়াধারী মৌলবাদের হাত ধরে, কখনো মুসলিম মৌলবাদের হাত ধরে। এ দুটোই ধর্ম থেকে, দর্শন থেকে অনেক দূরে। হিন্দু ধর্মের কথা বলছি না কারণ হিন্দুত্ব কোনো ধর্ম নয়। সনাতন ধর্মে বা দর্শনে বিশ্ব ও আত্ন- জিজ্ঞাসাই প্রধান। ইসলাম ধর্মেও তাই। তাহলে এরা কারা? আপনারাও জানেন, আমরাও জানি, এরা অধর্ম। এরা বিশ্বব্যাপী সন্ত্রাসের হাতিয়ার। কারা কাদের অপারেট করছে, জন্ম দিয়েছে কারা? তাতে আক্রান্ত হচ্ছে দর্শন। মানুষ। যাদের পরিচয় শুধুই মানুষ। এখনো সেই মানুষ যদি সবরকম মৌলবাদের বিরুদ্ধে ঘুরে না দাঁড়ায়, তাহলে মানবজাতি, নিজেই নিজেকে ধ্বংস করবে। এই আত্মধ্বংসী খেলার বিরুদ্ধে মানুষকেই যুদ্ধ ঘোষণা করতে হবে, সেই যুদ্ধের রাস্তা যাই হোক না কেন। মৌলবাদের যেমন প্রথামাফিক কোনো পথ নেই, তার বিরুদ্ধে এগোনোরো কোনো প্রথামাফিক পথ নেই।
সবরকম মৌলবাদের বিরুদ্ধে বন্ধুরা এক হোন। সেলফি, ছবি আত্মবিজ্ঞাপন আর পারস্পরিক প্রশংসার নিরাপদ বলয় থেকে বেরোন। কারণ আপনি হয়ত খুব সুখে শান্তিতে আছেন এখন। খুব রংচঙে জীবন। ভোগের সামগ্রী চারিদিকে। কিন্তু যে কোনো সময় সব বিধ্বস্ত হয়ে যেতে পারে। ভাবুন সেই সব পরিবারের কথা, ভাবুন সেই সব ফ্রিজ হয়ে যাওয়া রঙীন স্বপ্নের সাদাকালো ফ্রেম হয়ে যাওয়ার কথা।
আপনি নিরাপদ নন। কারণ মানবজাতি নিরাপদে নেই। অবস্থান নিন। পা মেলান মৌলবাদের বিরুদ্ধে। এই আত্মধ্বংসী সময়ে এটাই প্রধাণ কাজ, বিশ্বাস করুন।

No comments:

Post a Comment