Thursday, 7 July 2016

Prasanta Kumar Mandal কবীরঃ মানবতার শিক্ষক

Prasanta Kumar Mandal 
কবীরঃ মানবতার শিক্ষক
ভক্ত কবীরের গুরু রামানন্দের পিতার শ্রাদ্ধ।শ্রাদ্ধ এমন এক পরম্পরা যেখানে সন্তান প্রচুর ব্রাহ্মণ ডেকে ভরপেট ভোজন এবং সেবা করাবে,আর ঐ ভোজন দ্রব্য নাকি মৃত পিতা-মাতার নিকট পৌঁছে যাবে।
মৃত পিতার নিকট ভোজন দ্রব্য পৌঁছে দেবার জন্য গুরু রামদেব অনেক ব্রাহ্মণ নিমন্ত্রন করলেন।আর বালক শিষ্যদেরকে সকাল থেকে শ্রাদ্ধের কাজে লাগিয়ে দিলেন।
বালক শিষ্য, কবীরের ভাগে দুধ আনার দায়িত্ব পড়ল।কবীর সকালে একটি বালতি নিয়ে দুধ আনতে বেরিয়ে পড়লেন।কিন্তু কবীর সকালে দুধ আনতে বেরিয়ে,দুপুর গড়িয়ে গেলেও ফিরলেন না।এদিকে গুরু দুধ ছাড়া ব্রাহ্মণ সেবা করতে বাধ্য হলেন।
কবীর না ফেরায় গুরু চিন্তায় অস্থির হলেন এবং কয়েকজন শিষ্যকে নিয়ে তাঁর খোঁজে বেরিয়ে পড়লেন।অনেক খোঁজাখুঁজির পর গুরু দেখলেন কবীর খালি বালতিটি নিয়ে একটি মৃত গাভীর পাশে বসে আছে।
আশ্চর্য হয়ে গুরু জিজ্ঞাসা করলেন, “এখানে কী করছো ?” কবীর বললেন,গাভী কখন দুধ দেয় সেই অপেক্ষায় আছি।গুরু বললেন, মরা গাভী কী দুধ দেয় ? কবীর বললেন,ব্রাহ্মণদের ভোজনের দ্রব্য যদি আপনার মৃত পিতার নিকট পৌঁছে যেতে পারে এবং আপনার মৃত পিতা যদি তা গ্রহন করতে পারে তাহলে মৃত গাভী দুধ দেবেনা কেন?
শিষ্যের কথা শুনে গুরু তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, “তুমি আজ আমার চোখ খুলে দিলে”।
গুরু রামানন্দের চোখ তো অনেক আগে খুলেছে, আমাদের চোখ কবে খুলবে ?

No comments:

Post a Comment