Tuesday, 12 July 2016

কাষ্টসার্টিফিকেট করতে গেলে প্রা য়শ জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিক দলিল চায়। তারা বলে যে দলিলে জাত উল্লেখ থাকলে তবেই জাতি সার্টিফিকেট মিলবে , ফলে সাধারন মানুষ কাষ্ট সার্টিফিকেট করাতে পারেনা। অথচ ২০০৮ সালে পশ্চিমবঙ্গ সরকার নির্দৈশ নামা - 3005 (18)- BCW / MR - 221 / 08 dated 10 / 11 /2008 জারি করে বলেদিয়েছে কাষ্ট সার্টিফিকেট করতে দলিল চাওয়া যাবেনা। সরকারি আধিকারিক থেকে জনপ্রতিনিধি সকলেই এটা অমান্য করছে অথচ এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ হয়না। বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর আবেদন কারিদের সমস্যা প্রকট কারন হিন্দু জনগোষ্ঠী গুলির জাতিনাম ধরে সার্টিফিকেট দেওয়া হয়। অন্য দিকে মুসলীমদের ক্ষেত্রে পদবী ধরে ওবিসি করা হয়েছে বলে তাদের কোনো সমস্যা হয়না। অবিলম্ব এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন ও অন্যকে প্রতিবাদে উৎসাহিত করুন।

কাষ্টসার্টিফিকেট করতে গেলে প্রা য়শ জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিক দলিল চায়। তারা বলে যে দলিলে জাত উল্লেখ থাকলে তবেই জাতি সার্টিফিকেট মিলবে , ফলে সাধারন মানুষ কাষ্ট সার্টিফিকেট করাতে পারেনা। অথচ ২০০৮ সালে পশ্চিমবঙ্গ সরকার নির্দৈশ নামা - 3005 (18)- BCW / MR - 221 / 08 dated 10 / 11 /2008 জারি করে বলেদিয়েছে কাষ্ট সার্টিফিকেট করতে দলিল চাওয়া যাবেনা। সরকারি আধিকারিক থেকে জনপ্রতিনিধি সকলেই এটা অমান্য করছে অথচ এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ হয়না। বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর আবেদন কারিদের সমস্যা প্রকট কারন হিন্দু জনগোষ্ঠী গুলির জাতিনাম ধরে সার্টিফিকেট দেওয়া হয়। অন্য দিকে মুসলীমদের ক্ষেত্রে পদবী ধরে ওবিসি করা হয়েছে বলে তাদের কোনো সমস্যা হয়না। অবিলম্ব এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন ও অন্যকে প্রতিবাদে উৎসাহিত করুন।

No comments:

Post a Comment