থিবীতে এমন এক বিষবৃক্ষ আছে যা সমাজে ছড়িয়ে দিচ্ছে তার বিষাক্ত নিঃশ্বাস ।
এই বিষবৃক্ষের বিষাক্ত নিঃশ্বাসে প্রতিনিয়ত মৃত্যু ধটছে মানবতার।
বিষবৃক্ষের অপকারিতা অনেক তবুও শ্রদ্ধার ভীতের উপরে সগৌরবে দাঁড়িয়ে আছে নিশ্চল হিমালয়ের মত।
যুগে যুগে অসংখ্য মহামনবের আপ্রাণ চেষ্টায়ও তাঁর কেস বক্র করতে নিরস্ত্র হয়েছে। মহামানবের কুথারাঘাতেও বিষবৃক্ষের সিকড় হয়েছে আরো শক্তিশালী । বিষবৃক্ষের বিষাক্ত শাঁখা প্রশাখা পৃথিবীর পবিত্র মৃত্তিকা ভেঙে ভেঙে খান খান করেছে, সঙ্গে সঙ্গে ভেঙেছে মানুষকে ভেঙেছে মানবতা। মানুষের অন্তরে বপন করেছে ভিভাজনের বিষাক্ত বীজ ।মানুষের ভীতরে সৃষ্টি করেছে গোষ্ঠী সৃষ্টি করেছে উচ নীচ । অমৃত বলে পান করিয়েছে হিংসা নামক গরল । মানুষের শৌর্য বীর্য ক্ষীণ করেছে অগ্রগতির পথে বাধা দিয়েছে বার বার। সত্যকে স্বীকার করতে বার বার বাধা দিয়েছে এই দাম্ভিক বিষবৃক্ষ । মানুষে মানুষে বিভেদের জনক এই বিষবৃক্ষ । হাজার কলুষতা থাক হাজার বার মানবতার উপরে কুঠারাঘাত হোক ,হাজার কেন কটি মানুষের প্রানের বলি চড়ুক এই বিষবৃক্ষের চরন তলে, তবুও কিছু অতি চতুরের তালে তাল মিলিয়ে সমাজের বেশিরভাগ মানুষই প্রশংসা করে চলেছে এই বিষবৃক্ষের । আমার লেখার ভিতরে বিষবৃক্ষের যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করেছেন তাতেও যদি বুজতে অসুবিধা হয় বিষবৃক্ষ বলতে আমি কি বুঝিয়েছি তবে অন্ধকে পথ দেখানোর মত আপনাকে দেখিয়ে দেই -- ধর্মকে একটু বিশ্লেষণ করে দেখুন বিষবৃক্ষ আপনার সামনে চাক্ষুষ দেখতে পাবেন। ( রিপন বিশ্বাস, এক পাগলের ছাতা)
এই বিষবৃক্ষের বিষাক্ত নিঃশ্বাসে প্রতিনিয়ত মৃত্যু ধটছে মানবতার।
বিষবৃক্ষের অপকারিতা অনেক তবুও শ্রদ্ধার ভীতের উপরে সগৌরবে দাঁড়িয়ে আছে নিশ্চল হিমালয়ের মত।
যুগে যুগে অসংখ্য মহামনবের আপ্রাণ চেষ্টায়ও তাঁর কেস বক্র করতে নিরস্ত্র হয়েছে। মহামানবের কুথারাঘাতেও বিষবৃক্ষের সিকড় হয়েছে আরো শক্তিশালী । বিষবৃক্ষের বিষাক্ত শাঁখা প্রশাখা পৃথিবীর পবিত্র মৃত্তিকা ভেঙে ভেঙে খান খান করেছে, সঙ্গে সঙ্গে ভেঙেছে মানুষকে ভেঙেছে মানবতা। মানুষের অন্তরে বপন করেছে ভিভাজনের বিষাক্ত বীজ ।মানুষের ভীতরে সৃষ্টি করেছে গোষ্ঠী সৃষ্টি করেছে উচ নীচ । অমৃত বলে পান করিয়েছে হিংসা নামক গরল । মানুষের শৌর্য বীর্য ক্ষীণ করেছে অগ্রগতির পথে বাধা দিয়েছে বার বার। সত্যকে স্বীকার করতে বার বার বাধা দিয়েছে এই দাম্ভিক বিষবৃক্ষ । মানুষে মানুষে বিভেদের জনক এই বিষবৃক্ষ । হাজার কলুষতা থাক হাজার বার মানবতার উপরে কুঠারাঘাত হোক ,হাজার কেন কটি মানুষের প্রানের বলি চড়ুক এই বিষবৃক্ষের চরন তলে, তবুও কিছু অতি চতুরের তালে তাল মিলিয়ে সমাজের বেশিরভাগ মানুষই প্রশংসা করে চলেছে এই বিষবৃক্ষের । আমার লেখার ভিতরে বিষবৃক্ষের যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করেছেন তাতেও যদি বুজতে অসুবিধা হয় বিষবৃক্ষ বলতে আমি কি বুঝিয়েছি তবে অন্ধকে পথ দেখানোর মত আপনাকে দেখিয়ে দেই -- ধর্মকে একটু বিশ্লেষণ করে দেখুন বিষবৃক্ষ আপনার সামনে চাক্ষুষ দেখতে পাবেন। ( রিপন বিশ্বাস, এক পাগলের ছাতা)
No comments:
Post a Comment